-
- সারাদেশে
- সুনামগঞ্জে পোনামাছ অবমুক্ত
- আপডেট সময় June, 19, 2019, 12:49 am
- 153 বার পড়া হয়েছে
কামাল হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।গত১৮ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় সুনামগঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে সুনামগঞ্জ পৌর এলাকার রিভারভিউ সংলগ্ন সুরমা নদীতে এবং দেখার হাওড়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৭৮ কেজি রুই, কাতল, কালিবাউস ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন প্রমুখ ।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুন ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর