December 30, 2024, 10:52 pm

সংবাদ শিরোনাম
হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে ইসলামপুরে সাবেক পৌর মেয়র আঃ কাদের শেখ আটক গাইবান্ধায় ৮২ বোতল ফেনসিডিলসহ দুই মহিলা মাদক কারবারি আটক। মধুপুরে ৩দিন ব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই উলিপুরে যুবদল নেতার মৃত্যু নিয়ে দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ যশোরের পল্লীতে আদালতের ভুয়া ডিক্রি ও জাল দলিল বুনিয়াদে ভূমিদস্যুদের জমি জবর দখলের চেষ্টা উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে কলেজ ছাত্র নিহত খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

মোড়ানো যায় এমন স্মার্টফোন আনবে স্যামসাং?

মোড়ানো যায় এমন স্মার্টফোন আনবে স্যামসাং?

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

নিজেদের ভবিষ্যতের গ্যালাক্সি ফোল্ড কীভাবে আনা যায় তা নিয়ে এখনও ‘ভাবছে’ স্যামসাং।

সম্প্রতি লেট’স গো ডিজিটাল-এর সন্ধানে স্যামসাংয়ের নতুন এক পেটেন্টের দেখা পাওয়া গেছে। প্রথম দেখায় স্মার্টফোনটি দেখতে প্রচলিত স্মার্টফোনের মতোই লাগে। কিন্তু আসলে এতে একটি গোপন রোলএবল বা মোড়ানো যায় এমন ডিসপ্লে রয়েছে।

একদম উপরে রয়েছে সেলফি ক্যামেরা আর এর ইয়ারপিস দেখে মনে হয় এটি ফোনটি থেকে বাইরে নিয়ে আসা সম্ভব, এমনটাই ভাষ্য প্রযুক্তি সাইট ভার্জ-এর।

প্রতিবেদনে আরও বলা হয়, পেটেন্টে দেখানো ফোনটি ব্ল্যাকবেরি প্রিভ-এর মতো, শুধু এতে কোয়ার্টি কিবোর্ড নেই আর স্ক্রিনও অত্যন্ত লম্বা।

রোলএবল ডিসপ্লে অসম্ভব কিছু নয়। এলজি চলতি বছর তাদের রোলএবল এলইডি ডিসপ্লে বাজারে এনছে। এ ছাড়া স্মার্টফোন স্ক্রিন নির্মাতা প্রতিষ্ঠান কর্নিং জানিয়েছে, তারা স্মার্টফোনের জন্য ভাঁজযোগ্য গ্লাস বানাতে কাজ করছে। তবে স্যামসাং যা দেখাচ্ছে তা একটি স্মার্টফোনে এসেছে এমনটা দেখতে আমাদেরকে আরও কয়েক বছর ধরে অপেক্ষা করতে হবে, এমনটাই বলা হয়েছে প্রতিবেদনটিতে।

এই স্মার্টফোন আনা হলেও তা কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। আগের গ্যালাক্সি ফোল্ড-এর ক্ষেত্রে অভিজ্ঞতাটা এ ক্ষেত্রে খুব একটা ইতিবাচক ছিল না। এ ছাড়াও ভাঁজযোগ্য ডিসপ্লে’র স্মার্টফোন আনার ক্ষেত্রে এর ভাঁজযোগ্য ডিসপ্লে আর অন্যান্য যন্ত্রাংশ উত্তেজনার চেয়ে সন্দেহই বেশি টানে। এ ক্ষেত্রে স্যামসাং কী করতে পারে তা দেখার অপেক্ষা ছাড়া আর কোনো বিকল্প এখন নেই।

Share Button

     এ জাতীয় আরো খবর