December 22, 2024, 11:06 am

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

চলে গেলেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা টম অলটার

চলে গেলেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা টম অলটার

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বলিউডের বর্ষিয়ান  অভিনেতা টম অলটার আর নেই। দুরারোগ্য ক্যানসারের কাছে হার মানলেন তিনি। শুক্রবার নিজের বাড়িতেইশেষ নিশ্বাস ত্যাগ করেন ৬৭ বছরের এই অভিনেতা। জন্মসূত্রে মার্কিন হলেও ভারতবর্ষই টমের নিজের দেশ ছিল। বড় হয়ে উঠেছিলেন উত্তরাখ-ের এক অখ্যাত গ্রামে। হিন্দি ভাষায় বিশেষ দক্ষতা ছিল তার। দখল ছিল উর্দু ভাষায়ও। তবে অভিনয় ছিল তার সবচেয়ে বড় টান। সেই ঝোঁকেই পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ভর্তি হন। পড়াশোনা শেষ করেই পাড়ি দেন মুম্বই। বলিউডে তার প্রবেশ ঘটেছিল ১৯৭৬ সালে। পরিচালক রমানন্দ সাগরের ‘চরস’ ছবিতে কাস্টমস কর্মকর্তা হিসেবে দেখা গিয়েছিল টমকে। এরপরই সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ  কে খিলাড়ি’-তে সুযোগ পেয়ে যান তিনি। আর পেছন ফিরে তাকাতে হয়নি।

একের পর এক বলিউড ছবিতে অভিনয় করেন তিনি। চরিত্র ছোট হলেও টমের বলিষ্ঠ অভিনয় তাকে এনে দিয়েছিল পরিচিতি। তবে বলিউডের চেয়েও টমের প্রিয় জায়গা ছিল মঞ্চ। সেখানেই যেন প্রকৃত আনন্দের পরশ পেতেন। ১৯৭৭ সালে নাসিরুদ্দিন শাহ ও বেঞ্জামিন গিলানির সঙ্গে তৈরি করেন মোটলি থিয়েটার গ্রুপ। তা নিয়েই ব্যস্ত থাকতেন। শেষ তাকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘সরগোশিয়া’ ছবিতে। ছোট পর্দায়ও ‘রিস্তো কা চক্রবিউ’ সিরিয়ালে বিশেষ ভূমিকায় ছিলেন তিনি। এর মধ্যেই জানা যায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত এ অভিনেতা। স্টেজ ফোরে ছিল এই রোগ। চিকিৎসা চলছিল মুম্বইয়ের সইফি হালপাতালে। জানা গেছে, কিছুদিন আগেই হাল ছেড়ে দেন চিকিৎসকরা। অভিনেতাকে নিয়ে আসা হয় তার বাড়িতে। সেখানেই শুক্রবার আত্মীয়-পরিজনদের মাঝে শেষ নিশ্বাস ত্যাগ করেন টম। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকের আবহ বয়ে যায় বলিউডে। অনেকেই স্মৃতিচারণ করেছেন টুইটের মাধ্যমে।

Share Button

     এ জাতীয় আরো খবর