মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ খেলায় জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট প্রেমী এসোসিয়েশন অব বাংলাদেশ।ক্রিকেট প্রেমী এসোসিয়েশন অব বাংলাদেশের আহবায়ক আমিনুল ইসলাম বুলু বলেন- বিদেশের মাটিতে বিশ্বকাপের প্রথম খেলায় জয় একটি স্মরণীয় ঘটনা। এই বিজয় প্রমাণ করে যে কোন শক্তিশালী টিমকে হারানোর ক্ষমতা টাইগারদের রয়েছে।
আমিনুল ইসলাম বুলু আশা প্রকাশ করেন, আগামী দিনের খেলায় টাইগাররা তাদের সক্ষমতা প্রদর্শন অব্যাহত রাখবে এবং বাংলাদেশ ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ নিলে ভবিষ্যতেও এ ধরনের সফলতা ধরে রাখতে সক্ষম হবে বাংলাদেশী টাইগাররা। তিনি বলেন, “সারা দেশের ক্রিকেটপ্রেমীরা ক্রিকেট দলের এই অভূতপূর্ব সাফল্যে যেভাবে আনন্দিত ও উদ্বেলিত হয়েছে তাতে আমিও আমাদের ক্রিকেটারদের নিয়ে গৌরবান্বিতবোধ করছি।
“বাংলাদেশ জাতীয় দলের এই অবিস্বরণীয় সাফল্যে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
প্রাইভেট ডিটেকটিভ/ ৩ জুন ২০১৯/ইকবাল