December 23, 2024, 11:56 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

রকেটে চড়ে গাড়ি যাবে ‘মঙ্গলে‘

রকেটে চড়ে গাড়ি যাবে ‘মঙ্গলে‘
ডিটেকটিভ নিউজ ডেস্ক

মঙ্গলের কপথে যাবে টেসলার একটি রোডস্টার গাড়ি। স্পেসএক্স প্রধান ইলন মাস্ক বলেছেন ‘ফ্যালকন হেভি’ রকেটের প্রথম ফাইটেই যাবে ওই গাড়ি।

আগের ফ্যালকন ৯ রকেটের পরবর্তী সংস্করণ হলো ‘ফ্যালকন হেভি’। আগেরটির চেয়ে শক্তিশালী এই রকেটটি। ভবিষ্যতে এই রকেটে করে চাঁদ ও মঙ্গল গ্রহে মিশন পরিচালনা করার প্রয়াশ করছে স্পেসএক্স, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

শনিবার এক টুইট বার্তায় মাস্ক বলেন, “সামনের মাসে অ্যাপোলো ১১ লঞ্চ প্যাড থেকে ফ্যাকন হেভি উতপেণ করা হবে। এতে দ্বিগুণ থ্রাস্ট থাকবে। যেভাবেই দেখা হোক না কেন, এটি নিশ্চিতভাবেই উত্তেজনাপূর্ণ হবে।”

মাস্ক আরও বলেন, “এতে মালামাল হিসেবে থাকবে টেসলা রোডস্টার যা ‘স্পেস অডিটি’ পরিচালনা করবে এবং গন্তব্য হবে মঙ্গল কপথ। গভীর মহাকাশে শত বছর থাকবে যদি এটি উর্ধগমনের কারণে বিস্ফোরিত না হয়।”

২০১৩ বা ২০১৪ সালে প্রথমবার ওড়ার কথা ছিল ফ্যালকন হেভি’র। কিন্তু এবার তা হতে যাচ্ছে ২০১৮ সালের জানুয়ারিতে।

সম্প্রতি চার আসনের রোডস্টার ২ স্পোর্টস গাড়ি উন্মোচন করেছে টেসলা। এটিকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের দ্রুততম গাড়ি। আপাতত প্রটোটাইপ আনা হয়েছে গাড়িটির। এই মডেলেরই একটি গাড়ি চড়বে ফ্যালকন হেভি-তে।

ফ্যালকন হেভি’র শক্তির জোগানদাতা তিনটি কোরই পুনরুদ্ধার করার পরিকল্পনাও রয়েছে স্পেসএক্স-এর। এর আগে ফ্যালকন ৮ রকেটের েেত্র এমনটা দেখা গেছে।

চলতি বছরের শুরুতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাস্ক বলেন, বায়ুম-ল পেরোনোর প্রথম ধাপেই হয়তো ফ্যালকন হেভি কপথে পৌঁছাতে পারবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর