‘যুগ শতাব্দীতে মেসি-রোনালদো একবারই আসে’
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ফুটবল বিশ্বে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মতো এমন যুগ একশ বছরে হয়তো আর দেখা যাবে না বলে মনে করেন রবের্ত লেভানদোভস্কি। বর্তমানের সেরা এই দুই ফুটবলারের সময়ে খেলতে পেরে গর্বিত বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
২০০৮ থেকে মেসি ও রোনালদো ছাড়া আর কেউ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিততে পারেনি। এবারও পুরস্কারটি জয়ের লড়াইয়ে ফেভারিট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই দুই খেলোয়াড়।
নিজ নিজ ক্লাবের রেকর্ড গোলদাতা ও চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলা মেসি-রোনালদো প্রায় এক দশক ধরে ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলে যাচ্ছেন। বিশ্ব ফুটবলে গড়েছেন অবিশ্বাস্য এক মানদ-।
লেভানদোভস্কির মতে, তিনি নিজেও সময়ের সেরা এই দুই ফুটবলারের সমকক্ষ। তবে মেসি ও রোনালদোর সময়ে খেলতে পারাটাকে বড় এক প্রাপ্তি হিসেবে দেখছেন পোল্যান্ডের এই খেলোয়াড়।
এক টিভি শোতে নিজেকে বিশ্বের সেরা ফরোয়ার্ডের সঙ্গে তুলনা করতে বলা হলে লেভানদোভস্কি বলেন, “কেন নিজেকে আমার শীর্ষে রাখা উচিত হবে না?”
“একই সঙ্গে এমন দুই খেলোয়াড়ের (মেসি ও রোনালদো) খেলা প্রতি একশ বছরে হয়তো একবার পাওয়া যেতে পারে। তাই এই একই সময়ে খেলতে পেরে আমি খুশি।”