January 11, 2025, 12:14 pm

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস

চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লুইস-তা-বে ভেস্তে গেল চিটাগংয়ের কোয়ালিফায়ার স্বপ্ন

চট্টগ্রাম-পর্বে যেন প্রাণ পেয়েছে বিপিএল। এই পর্বে এসেই তো চিটাগং ভাইকিংস প্রথম ম্যাচেই তুলেছে ২১১ রান; যা এবারের বিপিএলের সর্বোচ্চ দলীয় স্কোর।

ভালো ব্যাটিংয়ের ধারাবাহিকতায় গতকাল ঢাকার বিপক্ষেও ১৮৭ রান করেছে স্বাগতিক দল। তবে এভিন লুইস আর জো ডেনলির ঝড়ের সামনে ধোপে টেকেনি এই সংগ্রহ।

সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ৭ উইকেটে হারিয়েছে ভাইকিংসদের। আর এই হারে কোয়ালিফায়ারের স্বপ্ন একরকম শেষ হয়ে গেল দলটির। টসে জিতে ব্যাট করতে নামা চিটাগংয়ে ওপেনার সৌম্য ফেরেন ১ রানে।

কিন্তু দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটিতে ঢাকাকে চাপে ফেলে দেন রনকি ও এনামুল হক। এই টুর্নামেন্টে নিজের দারুণ ফর্ম ধরে রেখে গতকালও ফিফটি পেয়েছেন রনকি; করেছেন ৪০ বলে ৫৯ রান। অন্য প্রান্তে আরও আগ্রাসী ছিলেন এনামুল।

আসরের দ্বিতীয় ফিফটিতে ৪৭ বলে ৭৩ রান করেছেন এনামুল। যদিও ভুল বোঝাবুঝিতে স্টিয়ান ফন জিলকে রান আউট করানোর যন্ত্রণাও তাঁকে পোহাতে হয়েছে। শেষ দিকে সিকান্দার রাজার ১১ বলে ২৬ রানের বদৌলতে ১৮৭ রান তোলে ভাইকিংস।

রান তাড়া করতে গিয়ে ১ রানেই শহীদ আফ্রিদির উইকেট হারায় ঢাকা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১১৮ রান তুলে সব চাপ হাওয়ায় ভাসিয়ে দেন এভিন লুইস ও জো ডেনলি। ৩১ বলে ৭৫ রান করেছেন লুইস। ১২৪ রানে ডেনলিও আউট হলে কিছুটা চাপে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

কিন্তু ক্যামেরন ডেলপোর্ট আর সাকিব আল হাসানের অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটিতে এক ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নিল ঢাকা। সুনীল নারাইন বাদে বল হাতে দুই দলের কোনো বোলারই সাফল্য পাননি।

১৪টি ডট বল দিয়ে ১১ রানে ১ উইকেট নিয়েছেন এই ক্যারিবীয় স্পিনার। তবে এভিন লুইসের ঝড়ে সবকিছু ম্লান হয়েছে। ৯ ছক্কা আর ৩ বাউন্ডারিতে ৭৫ রান করেছেন এই ওপেনার।

যে কারণে ১৮৮ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েও ম্যাচ জিততে পারেনি চিটাগং। ম্যান অব দ্য ম্যাচ তাই ঢাকা ডায়নামাইটসের এই ক্যারিবীয় ওপেনার।

Share Button

     এ জাতীয় আরো খবর