January 11, 2025, 12:58 pm

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

রেফারির ভুলে জয়বঞ্চিত বার্সা

রেফারির ভুলে জয়বঞ্চিত বার্সা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রেফারির ভুলে গোলবঞ্চিত হওয়ার পর দ্বিতীয়ার্ধে গোল খেয়ে হারতে বসেছিল বার্সেলোনা। তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ভালেন্সিয়ার মাঠ থেকে মুল্যবান এক পয়েন্ট নিয়ে ফিরেছে এরনেস্তো ভালভেরদের দল।

রোববার রাতে লা লিগার শীর্ষ দুই দলের মধ্যে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লিগে অপরাজিতই থাকল দল দুটি।

চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এই প্রথম টানা দুই ম্যাচ জয়শূন্য কাটল বার্সেলোনার। গত বুধবার ইউরোপ সেরা প্রতিযোগিতায় ইউভেন্তুসের মাঠে গোলশূন্য ড্র করেছিল কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করে গেলেও ভালেন্সিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারছিল না বার্সেলোনা।

৩০তম মিনিটে রেফারির ভুলে গোল পাননি মেসি। ডি-বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জোরালো শট ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন গোলরক্ষক নেতো। বল তার দুই পায়ের ফাঁক দিয়ে গোললাইন পেরিয়ে গেলেও রেফারির চোখ এড়িয়ে যায়। টিভি রিপ্লেতেও পরিষ্কার দেখা যায়, গোললাইনের ভেতরে বল এক ড্রপ খাওয়ার পর গোলরক্ষক তা ফেরান।

একটু পর প্রায় ২৫ গজ দূর থেকে মেসির বাঁকানো ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান নেতো। ১০ মিনিট পর দুরূহ কোণ থেকে লুইস সুয়ারেসের শট পা দিয়ে ফেরান ব্রাজিলিয়ান এই গোলরক্ষক।

প্রথমার্ধে অনেকটা কোণঠাসা হয়ে থাকা ভালেন্সিয়া ৬০তম মিনিটে এগিয়ে যায়। বাঁ-দিক থেকে স্বদেশি ডিফেন্ডার হোসে গায়ার বাড়ানো বল টোকা দিয়ে জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো।

৭৫তম মিনিটে সুয়ারেসের জোরালো শট ডানে ঝাঁপিয়ে ঠেকান নেতো।

৮২তম মিনিটে অবশেষে কাক্সিক্ষত গোলের দেখা পায় বার্সেলোনা। মেসির নিখুঁতভাবে বাড়ানো বলে কাছ থেকে দারুণ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন জর্দি আলবা। এ মৌসুমে স্প্যানিশ এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

পয়েন্ট টেবিলের উপরের দল দুটির মধ্যে ব্যবধান থাকল আগের মতোই। ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভালেন্সিয়া।

সমান ২৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ।

Share Button

     এ জাতীয় আরো খবর