January 11, 2025, 12:13 pm

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

শ্রীলঙ্কায় হাথুরুসিংহের বেতন হবে তিন লাখ ডলার!

 

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে মাসে প্রায় ২১ লাখ ৭৩ হাজার টাকা (২৫ হাজার ৮০০ ডলার) বেতন পেতেন হাথুরু। বছরে পেতেন দুই কোটি ৬০ লাখ টাকা।

কিছুদিন আগে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা বলেছিলেন, ‘বাংলাদেশের লোভনীয় বেতনের চাকরি ছেড়ে শুধু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই স্বদেশে ফিরছেন হাথুরুসিংহে।’

তবে ক্রিকবাজ জানিয়েছে, ‘কোনো দেশপ্রেম নয়, বছরে গুনে গুনে তিন লাখ ডলারের চুক্তিতে লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন হাথুরুসিংহে।

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে এত মোটা অঙ্কের বেতন কোনো কোচকে দেয়া হয়নি। এই চুক্তিতে শ্রীলঙ্কায় গেলে বেতন নেয়ার দিক থেকে রেকর্ড গড়বেন হাথুরুসিংহে।’

বাংলাদেশের সঙ্গে হাথুরুসিংহের চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।

এ সময়ের মধ্যে হাথুরু শ্রীলঙ্কার কোচ হতে চাইলে তাকে গুণতে হবে জরিমানা। হাথুরুসিংহেকে পেতে মরিয়া শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই জরিমানা গুনতেও রাজি।

কয়েকদিন আগে হাথুরুকে শ্রীলঙ্কার কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে লিখিত বার্তাও পাঠিয়েছে লঙ্কান বোর্ড।

কয়েকদিন আগে সিডনি থেকে কলম্বো গেছেন হাথুরু। শ্রীলঙ্কার সঙ্গে চুক্তি করতে দু’দফা বৈঠকও করেছেন।

এ নিয়ে লঙ্কান বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘হাথুরু আমাদের সহ-সভাপতি কানগাথারান মাথিভানানের খুব ঘনিষ্ঠ। আমরা তাকে প্রধান কোচ হিসেবে পেতে উদগ্রীব। আমাদের পক্ষ থেকে তিনি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।’ ক্রিকবাজ।

Share Button

     এ জাতীয় আরো খবর