January 8, 2025, 10:47 am

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

মাইক্রোসফট হলোলেন্স ২ আনতে পারে

মাইক্রোসফট হলোলেন্স ২ আনতে পারে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

 

সামনের মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ প্রেস ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে, ওই ইভেন্টে নতুন অগমেন্টেড রিয়ালিটি হেডসেট ‘হলোলেন্স ২’-এর ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।

২৪ ফেব্রæয়ারি এই ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট। এতে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠান প্রধান সাত্যিয়া নাদেলা, টেকনিক্যাল ফেলো অ্যালেক্স কিপম্যান এবং সিভিপি জুলিয়া হোয়াইট। কিপম্যানের নাম থেকেই ধারণা করা হচ্ছে হলোলেন্স ২ ইভেন্ট হবে এটি। এই প্রকল্পে অনেক অবদান রয়েছে তার– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

উইন্ডোজ ফোন বন্ধ করার পর সা¤প্রতিক বছরগুলোতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ অংশ নেয়নি মাইক্রোসফট। সাধারণত উইন্ডোজ মোবাইলের বার্ষিক প্রেস ইভেন্ট ও উইন্ডোজ ফোনের আপডেট ও নতুন হ্যান্ডসেট আনা হতো এমডাবিøউসি-তে। এবার নতুনভাবে নতুন ডিভাইস নিয়েই সম্ভবত অনুষ্ঠানটিতে ফিরছে মাইক্রোসফট।

কয়েক বছর ধরেই হলোলেন্স হেডসেট নিয়ে কাজ করছে মাইক্রোসফট। এর সাংকেতিক নাম বলা হয়েছে সিডনি। ধারণা করা হচ্ছে নতুন এই হেডসেটের দৃশ্যমান অঞ্চল আরও বিস্তৃত হবে। আগের চেয়ে অনেক পাতলা আর আরামদায়কও হবে ডিভাইসটি।

বলা হচ্ছে, কার্যক্ষমতা বাড়াতে ডিভাইসটিতে যোগ করা হতে পারে পরবর্তী প্রজন্মের কাইনেক্ট সেন্সর এবং একটি কাস্টম এআই চিপ। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫০ প্রসেসর লাগানো হতে পারে বলেও গুজব রয়েছে।

মাইক্রোসফটের ইভেন্ট নিয়ে তেমন বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে নতুন হলোলেন্সের পাশাপাশি প্রতিষ্ঠানের অ্যাজিউরসহ অন্যান্য ক্লাউড প্ল্যাটফর্ম এবং ক্লাউড নিয়ে ২০১৯ সালের পরিকল্পনা ঘোষণা করা হতে পারে অনুষ্ঠানটিতে।

Share Button

     এ জাতীয় আরো খবর