ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বিপিএল ছাড়াও আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বিসিবি।
টুর্নামেন্টটি হবে শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে। বিপিএল গভর্নিং কাউন্সিল আয়োজন করবে সেই টুর্নামেন্টও; তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নয়, এটি হবে অঞ্চলভিত্তিক।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট যেসব দেশে চালু আছে সেগুলোর বেশিরভাগেই এর বাইরে আরও টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়। বাংলাদেশেও আগে নানা সময়ে হয়েছে। তবে এখন টি-টোয়েন্টি টুর্নামেন্ট বলতে শুধু বিপিএল হচ্ছে।
স্থানীয় ক্রিকেটারদের অনেকেই বিপিএলে সেভাবে সুযোগ পায় না। টি-টোয়েন্টি প্রতিভাও সেভাবে বের হয়ে আসে না বিপিএল দিয়ে। টি-টোয়ন্টিতে তাই পিছিয়ে আছে বাংলাদেশ।
সব দিক বিবেচনা করেই আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্টর কথা ভাবছে বিসিবি। শুক্রবার বিসিবিতে সংবাদ সম্মেলনে সেই ভাবনার কথা জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
“বিপিএল এবার যেভাবে চলছে, তাতে আমরা খুশি। তবে একটা ব্যাপার আমরা চিন্তা করছিলাম, স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স বাড়ানো নিয়ে। আমরা ভেবেছি, বিপিএল গভর্নিং কাউন্সিলের অধিনেই আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করব। শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে। হয়ত চার-পাঁচটি দল থাকবে।”
“এই টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হবে না, বিসিএলের মত বিভিন্ন জোন নাম দিয়ে হবে। আমরা চাই, বিপিএলের মত টুর্নামেন্টে খেলার জন্য আমাদের স্থানীয় ক্রিকেটাররা লড়িয়ে মনোভাবটা গড়তে পারে।”
কবে নাগাদ এই টুর্নামেন্ট হবে, সেটি নিশ্চিত নয় এখনও। তবে জাতীয় ক্রিকেটারদের পাওয়া সাপেক্ষে দিন-ক্ষণ ঠিক করা হবে।
“এটা কখন করব, কোন সময়টায় হবে, সেসব এখনও ঠিক করিনি। ¯্রফে প্রাথমিক আলোচনা হয়েছে। বোর্ডসভাপতি সবুজ সঙ্কেত দিয়েছেন। ৫-৭ দিনের টুর্নামেন্ট হবে। টুর্নামেন্টটি করতে হবে বিপিএলের আগে এবং আমাদের জাতীয় দলের সূচি দেখে, যখন ওদের পাওয়া যাবে।”
বিপিএলের বাইরে সবশেষ টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছে ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টি। বিপিএল এক বছর বন্ধ থাকায় আয়োজন করা হয়েছিল সেই টুর্নামেন্ট।