January 14, 2025, 5:39 am

সংবাদ শিরোনাম

কলকাতায় ‘দ্য মেন্টাল’, বাংলাদেশে ‘ভিলেন’

কলকাতায় ‘দ্য মেন্টাল’, বাংলাদেশে ‘ভিলেন’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

কলকাতার ছবি ‘ভিলেন’ বাংলাদেশে এবং বাংলাদেশের ছবি ‘দ্য মেন্টাল’ ভারতে এবার মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশে কলকাতার ‘ভিলেন’ ছবিটি আমদানি করছে এনইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু আজ খবরটি জানিয়েছেন। তিনি নিউ ইয়র্কে বর্তমানে অবস্থান করছেন। সেখান থেকে মুঠোফোনে জানান, গত রোববার ‘ভিলেন’ বাংলাদেশের সেন্সরে জমা দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামি সপ্তাহে সেন্সর হবে। কলকাতার ছবি ভিলেনের বিনিময়ে ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। এদিকে, তিনি আরো জানান, ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিও কলকাতায় সেন্সরে জমা পড়েছে।

সেন্সর ছাড়া ‘ভিলেন’ মুক্তির সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা রাখছি আগামি সপ্তাহে সেন্সর পাবে। তারপর মুক্তির তারিখ নেব। পশ্চিমবঙ্গে ‘ভিলেন’ মুক্তি পেয়েছে গত ১২ই অক্টোবর (দুর্গা পূজায়)। বাবা যাদবের পরিচালনায় ওই ছবিতে অঙ্কুশ ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, ঋত্বিকা সেন। ক্রাইম থ্রিলার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ভিলেন’। অন্যদিকে, ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পড়শী, আঁচল, মিশা সওদাগর, পারভেজ চৌধুরী। ছবির পরিচালক শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছিল বাংলা এক্সপ্রেস ফিল্মস। ২০১৬ সালের জুলাই ৭ই জুলাই বাংলাদেশে ছবিটি মুক্তি পায়।

Share Button

     এ জাতীয় আরো খবর