December 22, 2024, 8:46 pm

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

ফেইসবুক অ্যাপেই হোয়াটসঅ্যাপ লিংক

ফেইসবুক অ্যাপেই হোয়াটসঅ্যাপ লিংক

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফেইসবুক অ্যাপের মধ্যেই যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপ শর্টকাট লিংক। এর মাধ্যমে ফেইসবুক থেকেই সরাসরি হোয়াটসঅ্যাপ চালু করতে পারবেন গ্রাহক।

নতুন ফিচারটির পরীক্ষা শুরু করেছে সামাজিক যোগাযোগের মাধ্যমটি। এতে ফেইসবুক মেসেঞ্জারের মতোই একটি বাটন রাখা হবে। ওই বাটন চেপে গ্রাহক ফেইসবুক অ্যাপ থেকেই হোয়াটসঅ্যাপ চালু করতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

 

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ইতোমধ্যেই কিছু গ্রাহকের ফেইসবুক অ্যাপে হোয়াটসঅ্যাপ বাটন দেখা গেছে। ফেইসবুক অ্যাপের মেনুতে বাটনটি দেখা যাবে বলে জানানো হয়েছে। আপাতত কিছু সংখ্যক অ্যান্ড্রয়েড গ্রাহকের জন্য ফিচারটি চালু করা হয়েছে। পরবর্তীতে আইওএস প্ল্যাটফর্মেও ফিচারটি আনা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

নতুন হোয়াটসঅ্যাপ বাটন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ফেইসবুক। সব গ্রাহকের জন্যই ফিচারটি উন্মুক্ত করা হবে কিনা সেটিও স্পষ্ট করে বলা যাচ্ছে না।

 

ফিচারটি প্রথম দেখতে পান এমন ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে একজন হলেন আরভিন্দ আইয়ার। তিনি বলেন, ফেইসবুক অ্যাপের ভাষা পরিবর্তন করে ড্যানিশ করার পরই তিনি এটি দেখতে পান। এর আগেও সীমিত ফিচারগুলো চালু করতে প্রথমে ডেনমার্ক-কে বেছে নিয়েছে ফেইসবুক।

 

নতুন হোয়াটসঅ্যাপ বাটন ছাড়াও ইনস্ট্যান্ট ভিডিও নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে গ্রাহক ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হলে কিছু ভিডিও ডাউনলোড হয়ে থাকে। ফলে গ্রাহকের মোবাইল ডেটা কম খরচ হয়।

 

ফেইসবুকের ইনস্ট্যান্ট আর্টিকলস নামের কনটেন্ট ফরম্যাটের মতোই কাজ করবে ইনস্ট্যান্ট ভিডিও। এগুলো মোবাইল ওয়েবসাইটে দ্রুত লোড হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর