January 10, 2025, 1:37 pm

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর

জয়ে ফিরল বার্সা

জয়ে ফিরল বার্সা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

গত সপ্তাহ চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খাওয়ার চার দিন পর জয়ের পথে ফিরেছে বার্সেলোনা। লা লিগায় পাকো আলকাসেরের জোড়া গোলে সেভিয়াকে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

শনিবার রাতে কাম্প নউয়ে ২-১ গোলে জিতেছে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। অতিথিদের একমাত্র গোলটি করেন পিসারো।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অলিম্পিয়াকোসের মাঠে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা।

প্রথম ১০ মিনিটে পাওয়া বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে ঘরের মাঠে বার্সেলোনার শুরুটা হতে পারতো দুর্দান্ত।

তৃতীয় মিনিটে দুজনকে কাটিয়ে ছয় গজ বক্সের বাঁ-দিক থেকে মেসির নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। দুই মিনিট পর গোলরক্ষককে একা পেয়ে তার বরাবর শট নিয়ে বসেন লুইস সুয়ারেস। সপ্তম মিনিটে আবারও হতাশ করেন মেসি; তার শট ক্রসবারের একটু উপর দিয়ে যায়।

একের পর এক আক্রমণ করে যাওয়া বার্সেলোনা গোলের দেখা পায় ২৩তম মিনিটে। বাঁ-দিক থেকে পাকো আলকাসেরের উদ্দেশে সুয়ারেসের বাড়ানো ক্রস মাঝ পথে পা বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করেন ডিফেন্ডার সের্হিও এসকুদেরো। কিন্তু পেয়ে যান আলকাসেরই, ডি-বক্সে ঢুকে ঠা-া মাথায় নীচু শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সমতায় ফিরতে পারতো সেভিয়া। তবে ডি-বক্সের বাইরে থেকে লুইস মুরিয়েলের জোরালো শট ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়।

তবে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি স্বাগতিকরা। ৫৯তম মিনিটে কর্নার থেকে আসা বলে আর্জেন্টাইন মিডফিল্ডার পিসারোর দারুণ হেডে সমতায় ফেরে সেভিয়া।

৬৩তম মিনিটে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে জেরার্দ পিকের বিদ্যুৎ গতির শট ক্রসবারে লাগে।

এর দুই মিনিট পরই দলকে ফের এগিয়ে দেন আলকাসের। ডান দিক থেকে ইভান রাকিতিচের ছয় গজ বক্সের ঠিক সামনে বাড়ানো দারুণ ক্রসে বল জালে পাঠাতে শুধু একটা টোকার দরকার ছিল।

বার্সেলোনার হয়ে ৬০০তম ম্যাচ খেলতে নামা মেসিকে ৭২তম মিনিটে ফের হতাশ করেন দাভিদ সোরিয়া। তার বাঁ পায়ের নীচু শট স্প্যানিশ এই গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি।

১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৩১।

দিনের প্রথম ম্যাচে দেপোর্তিভো লেগানেসকে ৩-০ গোলে হারানো ভালেন্সিয়া ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

আরেক ম্যাচে দেপোর্তিভো লা করুনার মাঠে ১-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।

১১ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সেভিয়া।

Share Button

     এ জাতীয় আরো খবর