October 18, 2024, 9:59 am

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

ব্যাটসম্যানদের দুষেছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য

ব্যাটসম্যানদের দুষেছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সৌম্য সরকার উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন। কিন্তু তার সুবিধা কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। জয়ের সম্ভাবনা জাগিয়ে হারের তেতো স্বাদ পেতে হল বাংলাদেশকে। পরাজয়ের জন্য ব্যাটসম্যানদের দুষেছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

শেষ ১০ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৯৯ রান, হাতে ছিল ৭ উইকেট। বোলারদের জন্য পিচে কিছু ছিল না। আহামরী বোলিং করেননি কেউ। সৌম্য মনে করেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও মাহমুদউল্লাহর কেউ একজন দাঁড়িয়ে গেলে সহজেই জিতত বাংলাদেশ।

“আমাদের ৩ থেকে ৬ নম্বর ব্যাটসম্যানের কেউ যদি বড় রান করতে পারতাম তাহলে হয়তো ভালো হত। (জেতা) সহজ হত। তখন শেষ ১০ ওভার নিয়ে চিন্তা করতে হত না। একটা থিতু ব্যাটসম্যান থাকত আরও সহজে অনেক কিছু হতে পারত।”

দক্ষিণ আফ্রিকার ১৯৫ রান তাড়ায় বাংলাদেশ করে ১৭৫ রান। সৌম্য জানান, জেতা সম্ভব ধরে নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তারা।

“১৩০ রানের একটা পরিকল্পনা থাকে, ১৯০ রানের আরেকটা পরিকল্পনা থাকে। অবশ্যই ১৯৬ রানের এই লক্ষ্য জেতার মতোই ছিল। আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম, যতটুকু সম্ভব আমরা ইতিবাচক ক্রিকেট খেলব। নিজেদের শতভাগ দিয়ে যতটুকু যাওয়া যায়।”

নিজেদের শতভাগ দিতে পারেনি বাংলাদেশ। পথ হারিয়ে পেয়েছে আরেকটি হারের স্বাদ। তবে সিরিজে প্রথমবারের মতো লড়াই করার সান্ত¡না পাওয়া গেছে। সৌম্যদের লক্ষ্য পরের ম্যাচে আরেকটু এগোনো, সফরে প্রথম জয়।

Share Button

     এ জাতীয় আরো খবর