October 23, 2024, 3:32 pm

সংবাদ শিরোনাম
প্রেসক্লাব রংপুরের বহিস্কৃত সাবেক সভাপতি মাহাবুব রহমান হাবুসহ দু’জনের বিরুদ্ধে মামলা পেট্রাপোলে অমিত শাহ’র আগমন বেনাপোল বন্দর দিয়ে ৪ দিন আমদানি রপ্তানি বন্ধ আব্দুস সালাম বাবলা’র বাড়িতে হামলা ও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এস এম জিলানী সিলেট তামাবিল মহাসড়কে হাইওয়ে পুলিশের তল্লাসি চলছে কুড়িগ্রামে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ শেরপুরে নদের পারে দুর্গন্ধ, কাছে যেতেই মিলল কবিরাজের মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে সাকিব ভক্তদের উপর দূর্বৃত্তদের হামলা উখিয়ায় অস্ত্র ও এ্যামোনেশনসহ আরসা কমান্ডার আটক অমিত শাহ পেট্রাপোলে আসছেন তাই বেনাপোলে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

সেরা অধিনায়ক কোহলি

সেরা অধিনায়ক কোহলি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডকে পেছনে ফেলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতাংশ ওয়ানডে ম্যাচ জয়ের দিক দিয়ে এখন সবার উপরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। গত রোববার চেন্নাইয়ে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ২৬ রানে হারায় কোহলির নেতৃত্বাধীন ভারত। ফলে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি শতাংশ ম্যাচ জয়ের নজির গড়লেন কোহলি।

৩৬ ম্যাচে ২৮টি জয় ও ৭টিতে হারের স্বাদ পায় ভারত। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। ফলে অধিনায়ক হিসেবে তার ওয়ানডে জয়ের শতাংশ ৮০। এতোদিন এই ক্ষেত্রে সেরা ছিলেন ক্যারিবীয় দলপতি লয়েড। ৮৪ ম্যাচে অধিনায়কত্ব করে ৬৪ ম্যাচে দলকে জয় এনে দেন তিনি। এ ছাড়া তার অধীনে ১৮টিতে হার এবং ১টি করে ড্র এবং পরিত্যক্ত হয়েছিলো। তাই অধিনায়ক হিসেবে লয়েডের ম্যাচ জয়ের শতাংশ ৭৭ দশমিক ৭১। কোহলির শীর্ষে উঠে যাওয়ায় দ্বিতীয়স্থানে নেমে গেছেন লয়েড।

ওয়ানডে জয়ের দিক দিয়ে ৭৬ দশমিক ১৪ শতাংশ নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। অসিদের ২৩০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরমধ্যে ১৬৫টি জয়, ৫১টি হার, ২টি টাই ও ১২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতাংশ ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ড (শীর্ষ পাঁচ অধিনায়ক) :

 

অধিনায়কের নাম

ম্যাচ  জয়  হার টাই  পরিত্যক্ত   শতাংশ

বিরাট কোহলি (ভারত) ৩৬  ২৮  ৯   ০   ১   ৮০.০০

ক্লাইভ লয়েড (ওয়েস্টইন্ডিজ)  ৮৪  ৬৪  ১৮  ১   ১   ৭৭.৭১

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২৩০ ১৬৫ ৫১  ২    ১২   ৭৬.১৪

হান্সি ক্রনিয়ে (দক্ষিণ আফ্রিকা) ১৩৮ ৯৯  ৩৫  ১   ৩   ৭৩.৭০

Share Button

     এ জাতীয় আরো খবর