December 22, 2024, 11:33 am

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

সেরা অধিনায়ক কোহলি

সেরা অধিনায়ক কোহলি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডকে পেছনে ফেলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতাংশ ওয়ানডে ম্যাচ জয়ের দিক দিয়ে এখন সবার উপরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। গত রোববার চেন্নাইয়ে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ২৬ রানে হারায় কোহলির নেতৃত্বাধীন ভারত। ফলে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি শতাংশ ম্যাচ জয়ের নজির গড়লেন কোহলি।

৩৬ ম্যাচে ২৮টি জয় ও ৭টিতে হারের স্বাদ পায় ভারত। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। ফলে অধিনায়ক হিসেবে তার ওয়ানডে জয়ের শতাংশ ৮০। এতোদিন এই ক্ষেত্রে সেরা ছিলেন ক্যারিবীয় দলপতি লয়েড। ৮৪ ম্যাচে অধিনায়কত্ব করে ৬৪ ম্যাচে দলকে জয় এনে দেন তিনি। এ ছাড়া তার অধীনে ১৮টিতে হার এবং ১টি করে ড্র এবং পরিত্যক্ত হয়েছিলো। তাই অধিনায়ক হিসেবে লয়েডের ম্যাচ জয়ের শতাংশ ৭৭ দশমিক ৭১। কোহলির শীর্ষে উঠে যাওয়ায় দ্বিতীয়স্থানে নেমে গেছেন লয়েড।

ওয়ানডে জয়ের দিক দিয়ে ৭৬ দশমিক ১৪ শতাংশ নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। অসিদের ২৩০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরমধ্যে ১৬৫টি জয়, ৫১টি হার, ২টি টাই ও ১২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতাংশ ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ড (শীর্ষ পাঁচ অধিনায়ক) :

 

অধিনায়কের নাম

ম্যাচ  জয়  হার টাই  পরিত্যক্ত   শতাংশ

বিরাট কোহলি (ভারত) ৩৬  ২৮  ৯   ০   ১   ৮০.০০

ক্লাইভ লয়েড (ওয়েস্টইন্ডিজ)  ৮৪  ৬৪  ১৮  ১   ১   ৭৭.৭১

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২৩০ ১৬৫ ৫১  ২    ১২   ৭৬.১৪

হান্সি ক্রনিয়ে (দক্ষিণ আফ্রিকা) ১৩৮ ৯৯  ৩৫  ১   ৩   ৭৩.৭০

Share Button

     এ জাতীয় আরো খবর