January 17, 2025, 9:16 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেন চান্দিমাল

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেন চান্দিমাল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বল টেম্পারিংয়ের দায়ে পাওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন দিনেশ চান্দিমাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে বল টেম্পারিংয়ের প্রমাণ পাওয়ায় লঙ্কান অধিনায়ককে এক টেস্ট নিষিদ্ধ করে আইসিসি। জরিমানা করা হয় ম্যাচ ফির পুরোটাই। টেস্টের দ্বিতীয় দিন শেষ সেশনের একটি ভিডিও ফুটেজ দেখে টেম্পারিংয়ের অভিযোগ আনা হয়েছিল চান্দিমালের বিরুদ্ধে। ভিডিওতে দেখা গিয়েছিল, পকেট থেকে কিছু একটা বের করে মুখে নিচ্ছেন চান্দিমাল। এরপর সেই লালা বলে লাগিয়ে বল দিচ্ছিলেন বোলার লাহিরু কুমারার হাতে। মাচ রেফারির শুনানিতে সেটিই ছিল চান্দিমালের বল টেম্পারিংয়ের প্রমাণ। লঙ্কান অধিনায়ক মুখে কিছু একটা নেওয়ার কথা শুনানিতে স্বীকার করেছিলেন। তবে জানান, সেই বস্তুটি কি ছিল, তা ভুলে গেছেন। তার সেই ভাষ্য বিশ্বাসযোগ্য মনে হয়নি ম্যাচ রেফারির কাছে। আচরণবিধির ওই ধারার সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তাকে। চান্দিমাল আপিল করেছেন নিজের বক্তব্যে অটল থেকেই। শ্রীলঙ্কা দলের বিভিন্ন সূত্র থেকে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে, চান্দিমালের পকেটে সেদিন কাশির লজেন্স (যেটি থেকে উৎসরিত লালা বলে লাগানোর নিয়ম নেই) যেমন ছিল, তেমনি কাজুবাদামও ছিল। ভিডিও ফুটেজে যেটা দেখা যাচ্ছে, ওই সময়টায় কোন জিনিসটি মুখে নিয়েছিলেন, তা মনে করতে পারছেন না চান্দিমাল। লঙ্কানদের বিশ্বাস, ভিডিও ফুটেজ দেখে কোনো ভাবেই বোঝা যায় না, মুখে নেওয়া জিনিসটি কাশির লজেন্স বা নিষিদ্ধ কিছুই ছিল। তাই চান্দিমাল দোষী, এটি শতভাগ প্রমাণও মেলে না ওই ভিডিও দেখে। আপিল করলেও অবশ্য তৃতীয় টেস্টে চান্দিমালের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আপিল শুনানি কখন হবে, সেটি এখনও জানায়নি আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার তৃতীয় টেস্ট শুরু রোববার। তার আগে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কম।

Share Button

     এ জাতীয় আরো খবর