January 20, 2025, 5:39 pm

সংবাদ শিরোনাম
পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত শিবচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালিত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: এমপি রানার জামিন হয়নি, ১৪ ডিসেম্বরের মধ্যে রুল নিষ্পত্তির আদেশ

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: এমপি রানার জামিন হয়নি, ১৪ ডিসেম্বরের মধ্যে রুল নিষ্পত্তির আদেশ

ডিটেকটিভ নিউজ ডেস্ক  

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযুক্ত সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন স্থগিত রেখে ১৪ ডিসেম্বরের মধ্যে হাই কোর্টে রুল নিষ্পত্তি করার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এমপি রানাকে হাই কোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে অস্থায়ী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেয়। রানার পক্ষে শুনানিতে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। টাঙ্গাইলের সাংসদ রানা বর্তমানে কারা তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। জামিন না মেলায় আপাতত তার মুক্তি হচ্ছে না বলে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান জানিয়েছেন। আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই মামলায় টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের এমপি রানাকে প্রধান আসামি করে এবং তার তিন ভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘদিন পালিয়ে থেকে সাংসদ রানা গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক। জেলা ও দায়রা জজ তার জামিন আবেদন নাকচ করে দিলে এই সাংসদ হাই কোর্টে আবেদন করেন। কয়েক দফা চেষ্টার পর বিচারপতি এম এন চৌধুরী এবং এ এন এম বশির উল্লাহর হাই কোর্ট বেঞ্চ ১৩ এপ্রিল এমপি রানাকে অন্তবর্তীকালীন জামিন দেয়। তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ গত ৮ মে জামিনের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করে দেয়। এমপি রানা আপিল বিভাগের ওই আদেশ সংশোধনের জন্য গত ২৩ অগাস্ট আবেদন করলে তা শুনানির জন্য গতকাল বৃহস্পতিবার আদালতে আসে। সেইসঙ্গে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলও শুনানির জন্য ওঠে। শুনানি শেষে আপিল বিভাগ সাংসদ আমানুর রানার জামিনের ওপর স্থগিতাদেশ বজায় রাখার নির্দেশ দেয়। সেই সঙ্গে জামিন প্রশ্নে হাই কোর্টের দেওয়া রুল ১৪ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয় আপিল বিভাগের আদেশে। টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিয়া গত ৬ সেপ্টেম্বর এমপি রানা, তার তিন ভাইসহ ১৪ আসামির বিরুদ্ধ অভিযোগ গঠন করে ফারুক হত্যার বিচার শুরু করেন। গত বুধবার ওই মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন থাকলেও অসুস্থার কারণে কারা কর্তৃপক্ষ আসামি রানাকে আদালতে হাজির না করায় শুনানি পিছিয়ে যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর