February 18, 2025, 5:52 pm

সংবাদ শিরোনাম
এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল ১০ লাখ টাকা মুক্তিপণে লামার ২৬ অপহৃত শ্রমিক মুক্ত ডিসেম্বরের আগেই দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন- সালাহউদ্দিন আহমদ চিলমারীতে “অপারেশন ডেভিল হ্যান্ট” এ সাবেক যুবলীগ নেতা গ্রেফতার গৌরনদী প্রেসক্লাব পুর্ণগঠনে পাঁচটি সাংবাদিক সংগঠন বিলুপ্ত ঘোষণা গাইবান্ধায় স্থানীয় কিশোর গ্যাং জিম্মি করে আদায় করছে মুক্তিপণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ২৮ জন পদত্যাগ উখিয়ায় ইয়াবা-গুলিসহ গ্রেপ্তার হলো রোহিঙ্গা নারী-পুরুষ বান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার মৌলভীবাজারে বাবার হাতে শিশু খুন, বাবা আটক

শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর

অনির্বাণ সামাদঃ

শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজে ঐ চক্ষু শিবির ও চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ট্রাস্ট পক্ষ থেকে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের- শিক্ষক ও স্টাফদের বেতনের (কলেজ অংশ) ১২ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

এর আগে শেরপুর এলাকার আর্ত মানুষের সেবার লক্ষ্যে ওই ট্রাস্টের অর্থায়নে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে একটি ক্লিনিকের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

ট্রাস্টের সভাপতি মো. রেনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন- আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শিহাবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক খালিদুর রহমান, প্রধান শিক্ষক (অব.) শাহাব উদ্দিন, ট্রাস্টি ওসি মিয়া পাঠান, আব্দুল মোহিত নাজমুল, আব্দুর রব খান, মঈন উদ্দিন, তোফায়েল আহমেদ, সুহেল আহমদ, জাহেদ মিয়া, দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক নূরুল ইসলাম, শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস, সমাজকর্মী তাপস দেবনাথ, কানাডা প্রবাসী আনছার মিয়া, প্রভাষক মুজাহিদ ইসলাম, প্রভাষক আবু বক্কর সিদ্দিক ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আনছার মিয়া, স্থানীয় বিএনপি নেতা শাহাবুদ্দিন আহমেদ, প্রমুখ।

উল্লেখ্য, চক্ষু শিবিরে ট্রাস্টের পক্ষ থেকে প্রায় ৬শত ৫০ জন দুঃস্থু রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়েছে। এদের মধ্যে অস্ত্রোপচারের জন্য ৫০ জনকে নির্বাচিত করা হয়। তাঁদের ট্রাস্টের পক্ষ থেকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন ও লেন্স লাগানোর ব্যবস্থা করা হয়।

এ দিকে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ অংশ প্রতিষ্ঠার পর ২০১৫ সাল থেকে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট সকল শিক্ষকসহ স্টাফের বেতন প্রদান করে আসছে।

অনলাইন ইনচার্জ(পিডিনিউজ)-অনির্বাণ সামা

Share Button

     এ জাতীয় আরো খবর