January 19, 2025, 4:54 am

সংবাদ শিরোনাম
শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১ মহা দূনীর্তিবাজ ও বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন,অতিরিক্ত সচিব, মোঃ তোফাজ্জেল হোসেনের সাতকাহন দেশের রাজনীতিতে আ.লীগের কবর রচনা হয়েছে- নুরুল হক নুর চট্রগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাইক্রোবাস জব্দ। ঘোড়াঘাটে পতিত জমিতে কমলা চাষে আলোচনার শীর্ষে বদরুল আলম চকরিয়ায় স্ত্রীকে হত্যা ,স্বামী মেহেদী হাসান লামায় গ্রেফতার মোংলায় বিএনপির সংবাদ সম্মেলন

ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত 

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ি ও মধুপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে নিহত শহীদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪ টায় ধনবাড়ি ও মধুপুর উপজেলা বিএনপির যৌথ আয়োজনে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী।

এ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই  বিভিন্ন এলাকার লোকজন পায়ে হেঁটে এবং দুর দুরান্ত থেকে বিভিন্ন যানবাহন যুগে সভাস্থলে এসে জমায়েত হতে থাকে। যা দুপুরের পরপরই  ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে জনশ্রুতে পরিনত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক মো.রেজাউল হক, ধনবাড়ী উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল আজিজ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আশরাফ হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন। এ ছাড়াও মধুপুর- ধনবাড়ি উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে মিডিয়া সহায়তায় ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুবদলের নেতা মনিরুজ্জামান আসিফ।

 

মধুপুর টাঙ্গাইল

১৮-০১-২০২৫

Share Button

     এ জাতীয় আরো খবর