-
- আন্তর্জাতিক, রাজনীতি, লিড নিউজ
- ফিরিয়ে নেয়া হবে সিরিয়ায় মোতায়েন মার্কিন সৈন্যদের দ্রুত : হোয়াইট হাউস
- আপডেট সময় April, 16, 2018, 12:58 pm
- 321 বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত দ্রুত সম্ভব সৈন্যদের দেশে ফিরিয়ে আনতে চান বলে জানিয়েছে হোয়াইট হাউস। সাথে এও জানিয়েছে, সিরিয়ার ব্যাপারে মার্কিন মিশনের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি।
প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, ‘সিরিয়ায় মার্কিন মিশন অপরিবর্তিত রয়েছে। প্রেসিডেন্ট সুস্পষ্টভাবে বলেছেন যে যত দ্রুত সম্ভব তিনি মার্কিন সৈন্যদের দেশে ফিরিয়ে আনতে চান।’
সিরিয়ায় দীর্ঘদিন অবস্থানের ব্যাপারে প্যারিস ট্রাম্পকে বুঝিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একথা বলার কয়েক ঘণ্টা পর স্যান্ডার্স একথা বলেন। তিনি আরো বলেন, ‘আমরা আইএসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে বদ্ধপরিকর। এছাড়া আমরা সেখানে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাই যেটা তাদের ফিরে আসাকে প্রতিরোধ করবে। আমাদের আঞ্চলিক মিত্র ও অংশীদাররা এ অঞ্চলের নিরাপত্তার জন্য সামরিক ও আর্থিক উভয় ক্ষেত্রেই আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবে বলে আশা করছি।’
প্রাইভেট ডিটেকটিভ/১৬এপ্রিল২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর