January 14, 2025, 5:30 am

সংবাদ শিরোনাম

জ্বরে আক্রান্ত শাবনূর

জ্বরে আক্রান্ত শাবনূর

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় মুখ শাবনূর। ঢাকাই চলচ্চিত্রে অসংখ্য হিট-সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন। বর্তমানে চলচ্চিত্রে একেবারেই অনুপস্থিত থাকলেও সমপ্রতি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এত প্রেম এত মায়া’ নামের একটি ছবিতে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

কিন্তু বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ। এ প্রসঙ্গে গতকাল শাবনূর বলেন, সব ঠিকঠাক মতোই চলছিল। কিন্তু হঠাৎ জ¦রে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লাম। এক সপ্তাহের বেশি সময় কেটে যাচ্ছে। কিন্তু জ¦র কমলেও শরীরের ব্যথা কমছে না। ডাক্তারের পরামর্শে বর্তমানে বিশ্রাম নিচ্ছি। বিছানা ছেড়ে উঠতে গেলেই সারা শরীর ব্যথা করছে। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছি বলে ধারণা আমার। কিছু শারীরিক টেস্ট করতে দিয়েছি। আপাতত ডাক্তারের পরামর্শে বাসাতেই বিশ্রাম নিচ্ছি।

জানি না এই ব্যথা থেকে কিভাবে রেহাই পাবো। একদমই ভালো লাগছে না। এদিকে, কয়েকদিন আগে শাবনূর ‘এত প্রেম এত মায়া’ ছবির জন্য প্লেব্যাক করেছেন। নভেম্বরে টাঙ্গাইলে এ ছবির দৃশ্যধারণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে শাবনূরের। এ ছবিতে তার বিপরীতে ফেরদৌস অভিনয় করবেন। অভিনয়ের বাইরে পরিচালনাও করার ইচ্ছে রয়েছে তার। তবে সেটা ঘটা করেই ঘোষণা দেবেন তিনি। দীর্ঘদিন ধরেই ঢাকা টু সিডনি নিয়েই ছিল তার ব্যস্ততা। গত বছরের বেশিরভাগ সময় অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। তবে এবার সেখানে শিগগির যাচ্ছেন না বলে জানালেন তিনি। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’। সবশেষ গত বছর এ অভিনেত্রী দু’ ধাপে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। এর মধ্যে ‘ইউরো স্টার’ নামে একটি কোম্পানির চুলার বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন। এটি নির্দেশনা দেন আহমেদ ইলিয়াস।

Share Button

     এ জাতীয় আরো খবর