December 22, 2024, 8:51 pm

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

ফেইসবুকের নতুন ভিআর হেডসেট

ফেইসবুকের নতুন ভিআর হেডসেট

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আলাদা কম্পিউটার দরকার হবে না এমন নতুন ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট এনেছে ফেইসবুক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির অকুলাস রিফট-এর আরও বেশি ভ্রাম্যমাণ ব্যবহারের সুযোগ আনতে যাচ্ছে তারা, বুধবার এ কথা বলেন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির প্রধান মার্ক জাকারবার্গ।

ভার্চুয়াল রিয়ালিটি ডেভেলপারদের সঙ্গে এক সম্মেলনে জাকারবার্গ বলেন, ‘অকুলাস গো’ নামের নতুন এই ডিভাইসের দাম হবে ১৯৯ ডলার। ২০১৮ সালের শুরুতে এটি বাজারে ছাড়া হবে।

এই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির আশায় ফেইসবুক ভার্চুয়াল রিয়ালিটি হার্ডওয়্যার খাতে প্রচুর বিনিয়োগ করছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। এর মাধ্যমে ভার্চুয়াল জগতে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক দৃশ্য দেখার সুযোগ দেওয়া হয়। ছোট পরিসর থেকে এর প্রতি আগ্রহ ধীরে ধীরে গেইমিং, যোগাযোগ আর ব্যবসায়িক কাজের ক্ষেত্রগুলোতেও চলে আসবে।

২০১৪ সালে ফেইসবুক তিনশ’ কোটি ডলারের বিনিময়ে অকুলাসকে কিনে নেয়, রেখে দেওয়া হয় ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটে নির্মাতা প্রতিষ্ঠানটির কর্মীদেরও।

আগের হেডসেট রিফট বা এইচটিসি’র বানানো হেডসেটের চেয়ে অকুলাস গো ব্যবহার সহজ। ভাইভ আর রিফট- দুটি ব্যবহারের ক্ষেত্রেই ডেস্কটপ কম্পিউটার দরকার হয়।

এক সাক্ষাৎকারে অকুলাস গো নিয়ে ফেইসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্ক্রোফার বলেন, “আমি মনে করি উড়োজাহাজে আপনারা এর অনেক ব্যবহার দেখতে পাবেন, কারণ আমার ফোন বা আসনের পেছনে থাকা মনিটরের চেয়ে এটি অনেক ভালো।”

স্যামসাং স্মার্টফোন নেই এমন লোকদের লক্ষ্য করে এই ডিভাইস বানানো হয়েছে বলে জানান স্ক্রোফার। অকুলাস আর স্যামসাং মিলে ইতোমধ্যে গিয়ার ভিআর নামের একটি হেডসেট বিক্রি করে। নির্দিষ্ট স্যামসাং স্মার্টফোনগুলোর সঙ্গে ব্যবহারে এই গিয়ার ভিআর থেকে অকুলাস গো-এর মতো সেবা পাওয়া যায়।

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট ‘গুগল ডেড্রিম’ নামের একটি হেডসেট বিক্রি করে। এটি আরও বেশি সংখ্যক স্মার্টফোনের সঙ্গে কাজ করে।

অকুলাস গো আনার পর এবার ফেইসবুক রিফট-এর দাম ৪৯৯ ডলার থেকে কমিয়ে ৩৯৯ ডলারে নিয়ে আসবে বলে জানিয়েছে।

চলতি বছর ফেইসবুক ২,১৩,০০০টি রিফট সিস্টেম বিক্রি করবে বলে আশা করা হচ্ছে। এইচটিসি’র ভাইভ-এর ক্ষেত্রে অংকটা ৩,০৫,০০০ বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সুপার ডেটা।

দাম কমানো ছাড়াও আরও বেশি গ্রাহক টানতে ফেইসবুক নতুন নতুন প্রযুক্তির দিকেও ঝুঁকছে। প্রতিষ্ঠানটি ফেইসবুক স্পেইসেস নামের একটি সফটওয়্যার আরও উন্নত করছে। এর মাধ্যমে বন্ধুরা একটি ভার্চুয়াল কক্ষে সাক্ষাৎ করতে পারবেন। সেই সঙ্গে শীঘ্রই এর সঙ্গে সরাসরি ভিডিও ব্যবস্থা আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার ফেইসবুক বলে, প্রতিষ্ঠানটি এই প্রযুক্তি আরও উন্নত করছে। ফেসিয়াল ইমেইজ বা অন্যান্য কাল্পনিক চরিত্রগুলো বিশেষায়িত করা হয়েছে। শীঘ্রই ফেইসবুক স্পেইসেস-এ কার্ড খেলার সুবিধা আনা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর