March 14, 2025, 4:37 pm

সংবাদ শিরোনাম
জেনাসের উদ্যোগে ফায়ার সেফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে সদর হাসপাতালে দালাল আটক আসন্ন ঈদ উপলক্ষে রংপুর রিজিয়নে মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজস্থলীতে দূর্গম মিতিংগা ছড়ির গৃহহীন অসহায় পাহাড়ি পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন মিঠাপুকুরে দীর্ঘ ১৩ বছর পর হত্যা মামলা দায়ের প্রথমবারের মত বান্দরবান পৌরসভায় ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত টেকনাফে মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গাকে উদ্ধার বিলাইছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার।।থানায় সংবাদ সম্মেলন

উপসচিব হিসেবে পদোন্নতি দূতাবাসে কর্মরত ১৬ কর্মকর্তা

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে কর্মরত ১৬ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এদের মধ্যে ১৫ জন প্রথম সচিব এবং একজন উপ-হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এরআগে ২০ ফেব্রুয়ারি রাতে উপসচিব হিসেবে ৩৯১ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার। একই তারিখে স্বাক্ষর করা আদেশটি রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দূতাবাসের কর্মকর্তাদের পদোন্নতির আদেশে বলা হয়েছে, ২০১৪ সালের ২৪ মার্চের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগ এসব কর্মকর্তাদের প্রেষণ পদের বেতনস্কেল উন্নীত করে আদেশ জারি করবে।

আদেশ জারির পর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগ দিয়ে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগ দেওয়ার তারিখ থেকে পদোন্নতিপ্রাপ্ত পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা ও এন্টারটেইনমেন্ট অ্যালাউয়েন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি বা অন্য কোনো কারণে পদগুলো শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতনস্কেল বহাল থাকবে বলেও উল্লেখ করা হয় আদেশে।

Share Button

     এ জাতীয় আরো খবর