September 18, 2024, 2:40 pm

সংবাদ শিরোনাম

পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ২০২৪ উদ্বোধন

মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুরঃ
রংপুর জেলা পীরগঞ্জ উপজেলায় ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরে পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজন মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরের সামনে এসে শেষ হয় এবং সেখানে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাক হাসান – এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ডক্টর শিরিন শারমিন এমপি ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীম ও ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন , মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা ও, পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম

এছাড়া বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, উপজেলার অন্তর্গত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাছে- ভাতে বাঙ্গালী , মৎস্যই বাংলাদেশে আমিষের চাহিদা পূরণে মাছের অবদান অপরিসীম। বর্তমান সরকার মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রকল্প গ্ৰহন করেছে। এছাড়া মাছ চাষে উদ্বুদ্ধ করতে উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সভা-সমাবেশ এবং প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সহ দেশে আমিষের চাহিদা পুরনে যথাযথ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে বক্তব্য পেশ করেন ৷পরিশেষে সফল তিনজন মৎস্য চাষীকে পুরস্কার বিতরণ করা হয়,প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর