January 16, 2025, 12:52 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

মিঠাপুকুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ জন

রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ।আটককৃত ব্যক্তি মিঠাপুকুর থানাধীন ৯ নং ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট(পশ্চিম গেনার পাড়া) ওয়ারেছ মিয়ার ছেলে। শিশু ভিকটিম মিঠাপুকুর থানাধীন ৯ নং ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাটের বাসিন্দা।
গত মঙ্গলবার (৩০ মে) বিকাল অনুমান ৩:০৫ টার দিকে ওই শিশুর বাড়ির পশ্চিম পাশের একটি আম বাগানে তাকে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।শিশুটির চিৎকারে স্থানীয় ওই শিশুকে উদ্ধারের পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান,মঙ্গলবার বিকালে শিশু তার বাড়ীতে ছিল।এ সময় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু কৌশলে তাকে আম বাগানের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে ৬ বছর বয়সী শিশুটির রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হয়ে পড়ে।পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
শিশু ধর্ষনের ঘটনা স্থানীয় ও বিভিন্ন সোর্সের মাধ্যমে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ অবগত হলে তার দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ নূর আলম সিদ্দিক এর নেতৃত্বে এসআই(নিঃ) ডালিম কুমার রায়,এসআই(নিঃ) মোঃ রমজান আলী,এএসআই(নিঃ) মোঃ মশিউর রহমান,এএসআই(নিঃ) মোঃ বিজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ ১৪/০৫/২৪ তারিখ রাত্রী অনুমান ০৮:৫৫ ঘটিকায় জড়িত শিশুকে নিজ বাসা হতে আটক করা হয়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, সংঘাতে জড়িত শিশুকে আটক করা হয়েছে।শিশু ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মিঠাপুকুর থানা কর্তৃক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Button

     এ জাতীয় আরো খবর