July 2, 2024, 12:16 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জের আউশকান্দি কিবরিয়া রোড সংস্কার যেন স্বপ্ন! দীর্ঘদিন দিন পর আশা পূরণ হতে যাচ্ছে কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবা-ছেলের যুক্তরাষ্ট্রের সাংবাদিক কুলাউড়ার মাহফুজ আদনানের উদ্যোগে ত্রাণ তৎপরতা সরিষাবাড়িতে জুয়ার আসর থেকে ইউপি সদস্য গ্রেপ্তার সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযানে ডাকাতি ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিকরগাছায় প্রবাসীর স্ত্রী আপত্তিকর অবস্থায় ধরা ৩০হাজার টাকায় রফাদফা পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিধন অভিযান-২০২৪ এর শুভ উদ্বোধন শার্শায় এইসএসসি ও আলিম পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত- ৪৬ ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৫তম জন্মবার্ষিকী বন্যার্ত আশ্রয় কেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস বিএসএফের

বিরলে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের বৈঠক

সীমান্তে হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশরোধে দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুরের বিরল সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি ইশ উল ও বিজিবির দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর অংশ নেন।

বিজিবি জানায়, ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে হত্যা, মাদক, চোরাচালানরোধ, শিশুপাচার ও অবৈধ অনুপ্রবেশসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এসব কার্যক্রমে দুই দেশের বাহিনীর অংশগ্রহণ অব্যাহত থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আরও বৈঠক করার ব্যাপারে আলোচনা হয়। কাঁটাতারের বেড়া কাটা বন্ধ ও অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে গুরুত্বারোপ করা হয়।

বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর। এর আগে সকালে বিএসএফের ১২ সদস্যের প্রতিনিধি দল বিরল-কিশোরীগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে এলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিজিবির সদস্যরা। বিএসএফের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি ইশ উল।

বৈঠক শেষে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতের বিএসএফের সঙ্গে প্রায়ই আমাদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে। আজকের সৌজন্য সভায় সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। তারাও এই বিষয়ে আশ্বস্ত করেছেন। এছাড়া মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। এক্ষেত্রে একসঙ্গে কাজ করার পূর্ণ সম্মতি আছে তাদের।’

আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে যাচ্ছি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তবে দেশের নির্বাচন নিয়ে তাদের সঙ্গে তেমন কোনও কথা হয়নি। সীমান্তে মাদক, অস্ত্র, চোরাচালান এসব বন্ধের প্রচেষ্টা চলছে। তাদের সঙ্গে আজ এসব বিষয়ে আবার কথা হয়েছে। এর বাইরে কোনও আলোচনা হয়নি। এসব কাজ যেন আমরা যৌথভাবে আরও ভালোভাবে করতে পারি, সেটাই আলোচনা করেছি।’

Share Button

     এ জাতীয় আরো খবর