January 16, 2025, 3:44 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস বিএসএফের

বিরলে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের বৈঠক

সীমান্তে হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশরোধে দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুরের বিরল সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি ইশ উল ও বিজিবির দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর অংশ নেন।

বিজিবি জানায়, ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে হত্যা, মাদক, চোরাচালানরোধ, শিশুপাচার ও অবৈধ অনুপ্রবেশসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এসব কার্যক্রমে দুই দেশের বাহিনীর অংশগ্রহণ অব্যাহত থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আরও বৈঠক করার ব্যাপারে আলোচনা হয়। কাঁটাতারের বেড়া কাটা বন্ধ ও অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে গুরুত্বারোপ করা হয়।

বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর। এর আগে সকালে বিএসএফের ১২ সদস্যের প্রতিনিধি দল বিরল-কিশোরীগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে এলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিজিবির সদস্যরা। বিএসএফের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি ইশ উল।

বৈঠক শেষে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতের বিএসএফের সঙ্গে প্রায়ই আমাদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে। আজকের সৌজন্য সভায় সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। তারাও এই বিষয়ে আশ্বস্ত করেছেন। এছাড়া মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। এক্ষেত্রে একসঙ্গে কাজ করার পূর্ণ সম্মতি আছে তাদের।’

আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে যাচ্ছি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তবে দেশের নির্বাচন নিয়ে তাদের সঙ্গে তেমন কোনও কথা হয়নি। সীমান্তে মাদক, অস্ত্র, চোরাচালান এসব বন্ধের প্রচেষ্টা চলছে। তাদের সঙ্গে আজ এসব বিষয়ে আবার কথা হয়েছে। এর বাইরে কোনও আলোচনা হয়নি। এসব কাজ যেন আমরা যৌথভাবে আরও ভালোভাবে করতে পারি, সেটাই আলোচনা করেছি।’

Share Button

     এ জাতীয় আরো খবর