January 16, 2025, 2:58 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

পানছড়িতে ভারতীয় পণ্য ও গাঁজাসহ চোরাচালান চক্রের ২ সদস্য আটক

খাগড়াছড়ির পানছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ট্যালকম পাউডার ও ১ কেজি গাঁজাসহ চোরাচালান চক্রের ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার মুক্তা ধর এর দিক-নির্দেশনায় পানছড়ি থানার একটি চৌকস দল শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯.৪৫ মিনিটের দিকে পানছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে লতিবান ইউপির কুড়াদিয়াছড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় আসামিদরি নিকট থেকে ১ কেজি গাঁজা ও শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে নিয়ে আসা ১ হাজর ২৬৫ পিস ভারতীয় POND’S SANDAL Talcum Powder সহ পানছড়ির নকুল মাস্টার পাড়ার অজিত বড়ুয়ার ছেলে পিয়াস বড়ুয়া (২১) ও পানছড়ির মোহাম্মদপুর এলাকার মৃত মো. তোতা মিয়ার ছেলে মো. বেলাল হোসেনকে (২০) আটক করা হয়।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর বলেন, মাদক ও সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্রের অপতৎপরতারোধে খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ বাদী হয়ে চোরাচালান ও মাদক মামলা রুজু করেছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর