March 14, 2025, 4:37 pm

সংবাদ শিরোনাম
জেনাসের উদ্যোগে ফায়ার সেফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে সদর হাসপাতালে দালাল আটক আসন্ন ঈদ উপলক্ষে রংপুর রিজিয়নে মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজস্থলীতে দূর্গম মিতিংগা ছড়ির গৃহহীন অসহায় পাহাড়ি পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন মিঠাপুকুরে দীর্ঘ ১৩ বছর পর হত্যা মামলা দায়ের প্রথমবারের মত বান্দরবান পৌরসভায় ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত টেকনাফে মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গাকে উদ্ধার বিলাইছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার।।থানায় সংবাদ সম্মেলন

ফরিদপুরে র‍্যাবের অভিজানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষধ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষধ আটক করেছে র‌্যাব।
বুধবার রাতে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ২ হাজার বোতল যৌন উত্তেজক ঔষধ ও তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আটক করে। এসময় একজনকে আটক করা হয়। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের উপ অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে বোয়ালমারীর সাতৈর বাজারের মসজিদ সংলগ্ন গেট ও কামারগ্রামে অভিযান চালানো হয়। এসময় কামার গ্রামের বিভুতি সাহার বাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত ৩ হাজার কেজি পলিথিন ও ২ হাজার বোতল যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় মোঃ আনিসুর রহমান নামের এক ব্যক্তিকে।
আটককৃত ব্যক্তিকে পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার ভুমি মোঃ আনিসুজ্জামান বাংলাদেশ পরিবশে সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ৬(ক) ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত পলিথিন এবং যৌন উত্তেজক ওষুধ সমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মাকর্তা এর উপস্থিতিতে ধ্বংস করা হয়। পরবর্তীতে আসামি আনিসুর রহমানকে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর