January 2, 2025, 6:43 pm

সংবাদ শিরোনাম
লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা ২০২৫ সাল হবে হাসিনা ও আ.লীগের নেতাদের অপরাধের বিচারের বছর

মৌলভীবাজার জুড়ীর নিখোঁজ তরুণীকে চট্টগ্রাম থেকে উদ্ধার

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি।
ঢাকা ও চট্রগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে নিখোঁজের ৬ দিন পর তরুনীকে উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ।
গতকাল (২০ ডিসেম্বর) নিখোঁজ তরুনী ঝিনুক সুত্রধরকে নারী শিশু হেল্প ডেস্কের মাধ্যমে তার পিতার জিম্মায় বুঝিয়ে দেয়া হয়।
জুড়ী থানার অফিাসার ইনচার্জ জানান, নিখোঁজ তরুনীর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্রী ললিত মোহন সূত্রধর গত ১৪ তারিখে জুড়ী থানায় তার মেয়ে ঝিনুক সূত্রধর নিখোঁজের বিষয়টি অবহিত করে জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন। এর পর থেকেই আমরা নিখোঁজ তরুনীকে উদ্ধারের জন্য মাঠে নামি।
তথ্য প্রযুক্তির সাহায্যে ঢাকা এবং চট্টগ্রামে জুড়ী থানার দুটি বিশেষ টিম এই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।  জুড়ী থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্ব পুলিশের একটি দল ভিকটিমকে উদ্ধারের জন্য ডিএমপি ঢাকার কদমতলী থানা সহ ডিএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অন্যদিকে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল এর নেতৃত্বে জুড়ী থানা পুলিশের অপর একটি চৌকস দল চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় গত ২০  তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে। অবশেষে চট্টগ্রাম থেকে নিখোঁজ ঝিনুক সূত্রধরকে উদ্ধার করা হয়।
ভিকটিমকে গতকাল (২০ ডিসেম্বর) জুড়ী থানায় নিয়ে এসে তার পিতা বীর মুক্তিযোদ্ধা শ্রী ললিত মোহন সূত্রধরকে বুঝিয়ে দেওয়া হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর