January 3, 2025, 9:21 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

চকরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পূর্ব শত্রুতার জের ধরে আয়ুব উদ্দিন (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীকে লাঠির আঘাতে আহতের ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার ভোর ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) সে মারা যায়।

আয়ুব উদ্দিন উপজেলার কৈযারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্কুল পাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। সে ডুলাহাজারা কলেজ থেকে এ বছর বছর এইচ এস সি পাশ করে।

স্থানীয় লোকজন বলেন , গত ২২ নভেম্বর রাত ৮টার সময় কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার ফিরোজ আহমদর ছেলে মো. ওয়াহিদ মোবাইলে আয়ুব উদ্দিন ও তার বন্ধু আবদুর রহমানকে ডিককূল এলাকায় ডেকে নিয়ে যায়।
নরসিংদীর রায়পুরায় দু’পক্ষের সংঘর্ষে ২ ইউপি মেম্বার নিহত

এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড আমান পাড়া এলাকার আমির হোসেনের ছেলে মো. মনির এর নেতৃত্বে ৪-৫ জন বখাটে যুবক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আয়ুব ও তার বন্ধু আবদুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে আয়ুব উদ্দিন ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত কলেজ ছাত্র আয়ুব উদ্দিনের পিতা আনোয়ার হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে ক্ষেতখামারে কাজ করে লেখাপড়ার পাশাপাশি পরিবারের খরচ মেটাতো। এখন থেকে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

ভরণপোষন ও পরিবারের খরচ কোথাই পাব বলে ডুকরে ডুকরে কাঁদছেন তিনি।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, হামলায় আহতের পর একটি অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়ট স্থানীয়ভাবে সমাধানের কথা বলে বাদী থানায় যোগাযোগ করেনি। নিহতের ঘটনায় পরিবারের পক্ষথেকে এজাহার জমা দিলে মামলা রুজু করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর