December 30, 2024, 8:42 pm

সংবাদ শিরোনাম
হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে ইসলামপুরে সাবেক পৌর মেয়র আঃ কাদের শেখ আটক গাইবান্ধায় ৮২ বোতল ফেনসিডিলসহ দুই মহিলা মাদক কারবারি আটক। মধুপুরে ৩দিন ব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই উলিপুরে যুবদল নেতার মৃত্যু নিয়ে দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ যশোরের পল্লীতে আদালতের ভুয়া ডিক্রি ও জাল দলিল বুনিয়াদে ভূমিদস্যুদের জমি জবর দখলের চেষ্টা উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে কলেজ ছাত্র নিহত খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

মৌলভীবাজার জুড়ীর নিখোঁজ তরুণীকে চট্টগ্রাম থেকে উদ্ধার

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি।
ঢাকা ও চট্রগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে নিখোঁজের ৬ দিন পর তরুনীকে উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ।
গতকাল (২০ ডিসেম্বর) নিখোঁজ তরুনী ঝিনুক সুত্রধরকে নারী শিশু হেল্প ডেস্কের মাধ্যমে তার পিতার জিম্মায় বুঝিয়ে দেয়া হয়।
জুড়ী থানার অফিাসার ইনচার্জ জানান, নিখোঁজ তরুনীর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্রী ললিত মোহন সূত্রধর গত ১৪ তারিখে জুড়ী থানায় তার মেয়ে ঝিনুক সূত্রধর নিখোঁজের বিষয়টি অবহিত করে জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন। এর পর থেকেই আমরা নিখোঁজ তরুনীকে উদ্ধারের জন্য মাঠে নামি।
তথ্য প্রযুক্তির সাহায্যে ঢাকা এবং চট্টগ্রামে জুড়ী থানার দুটি বিশেষ টিম এই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।  জুড়ী থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্ব পুলিশের একটি দল ভিকটিমকে উদ্ধারের জন্য ডিএমপি ঢাকার কদমতলী থানা সহ ডিএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অন্যদিকে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল এর নেতৃত্বে জুড়ী থানা পুলিশের অপর একটি চৌকস দল চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় গত ২০  তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে। অবশেষে চট্টগ্রাম থেকে নিখোঁজ ঝিনুক সূত্রধরকে উদ্ধার করা হয়।
ভিকটিমকে গতকাল (২০ ডিসেম্বর) জুড়ী থানায় নিয়ে এসে তার পিতা বীর মুক্তিযোদ্ধা শ্রী ললিত মোহন সূত্রধরকে বুঝিয়ে দেওয়া হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর