June 30, 2024, 12:57 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

বিশ্বের সেরা ফুটবলারকে ছোট করতে পারেন না: কোচকে রোনালদোর বান্ধবী

অনলাইন ডেস্ক:- পর্তুগাল মরক্কো ম্যাচের রাত রোনালদোর ফ্যানদের কাছে দুঃস্বপ্নের মতো। এই ম্যাচ দিয়েই যে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। তারচেয়ে বড় দুঃখ, এই ম্যাচেও শুরুর একাদশে সুযোগ পাননি দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে পর্তুগালকে! আল থুমানা স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিটে ইউসেফ এন-নেসরির গোলই পর্তুগালের স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দেয়।

দলের এমন হারে কাঁদতে কাঁদতে মাঠে ছাড়েন রোনালদো। শিশুর মতো অঝোরে কেঁদেছেন তিনি। রোনালদোর এই কান্না সহ্য করতে পারেননি বান্ধবী জর্জিনা রুদ্রিগেজ। ইন্সটাগ্রামে পর্তুগাল কোচের দিকে ইঙ্গিত করে একটা পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে প্রথমে রোনালদোকে উদ্দেশ্য করে জর্জিনা লিখেন, ‘আজ তোমার বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছেন। যে বন্ধুর জন্য তোমার অনেক ভক্তি, অনেক শ্রদ্ধা ছিল। একই বন্ধু পরে তোমাকে আবার মাঠে নামালেন, কিন্তু তখন সব বদলে গেছে, অনেক দেরি হয়ে গেছে।’

পরে সান্তোসকে উদ্দেশ্য করে জর্জিনা লিখেন, ‘আপনি বিশ্বের সেরা খেলোয়াড়, সবচেয়ে শক্তিশালী অস্ত্রকে ছোট করতে পারেন না।’

এই বিশ্বকাপে শুরুটা দারুণ ছিল রোনালদোর। ঘানার বিপক্ষে গোল করে প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন তিনি। এরপর থেকেই তাকে ক্রমাগত বেঞ্চে বসিয়ে রাখেন কোচ সান্তোস। আর ঘুরে দাঁড়ানোর সুযোগও পাননি পর্তুগিজ যুবরাজ।

Share Button

     এ জাতীয় আরো খবর