রংপুর ব্যুরো:
কিশোর শহীদ শংকু সমাজদারের ভাস্কর্য নির্মাণের দাবিতে মানব্বন্ধন-সমাবেশ মুক্তিযুদ্ধে
রংপুরের প্রথম শহীদ কিশোর শংকু সমাজদার এর ভাস্কর্য নির্মাণের দাবিতে গত ১০
ডিসেম্বর ২০২২ শনিবার সকাল ১১টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে স্থানীয়
প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর নাগরিক কমিটির
আহ্বায়ক অধ্যাপক আলীর সভাপতিত্বে এবং সদস্য এডভোকেট পলাশ কান্তি নাগের
পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ, মুক্তিযোদ্ধা
এডভোকেট মতিয়ার রহমান, এডভোকেট মাসুম হাসান, এডভোকেট খায়রুল ইসলাম বাপ্পী,
মাহিগন্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বাবলু নাগ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
হুমায়ুন কবীর মানিক, শহীদ পরিবারের সদস্য দেবদাস ঘোষ দেবু, শ্রমিক নেতা রেদোয়ান
ফেরদৌস, ছাত্রনেতা প্রহ্লাদ রায় প্রমুখ । বক্তারা,মুক্তিযুদ্ধের এত বছর পরেও শহীদ শংকু
সমাজদারের ভাস্কর্য নির্মিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। মুক্তিযুদ্ধে রংপুরের প্রথম
কিশোর শহীদ শংকুর স্মৃতি রক্ষার্থে অবিলেম্ব নগরীতে ভাস্কর্য নির্মাণের জন্য জেলা
প্রশাসনের নিকট জোর দাবি জানান। বার্তা প্রেরক পলাশ কান্তি নাগ