পিপলস ডিফেন্স ফোর্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকে বিভিন্ন রাজ্যে নতুন করে অভিযান শুরু করেছে জান্তা বাহিনী। এর মধ্যে সাগাইং রাজ্যের চারটি গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে সেনারা।
সেই সঙ্গে স্থানীয়দের ওপর চালানো হয় ব্যাপক নির্যাতন। স্কুল ও উপাসনালয়সহ জ্বালিয়ে দেয় অন্তত ৯০০ বাড়িঘর। এ ঘটনার পর গ্রামগুলো ছেড়ে পালিয়েছেন ৭ হাজারের বেশি মানুষ।স্থানীয়দের অভিযোগ, সাগাইং রাজ্যে সেনা অভিযানের শুরুর দিকে কেবল তরুণদের টার্গেট করত জান্তা সেনারা। দেশবিরোধী কর্মকাণ্ডে তাদের জড়িত থাকা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সদস্য হিসেবে তাদের চিহ্নিত করা হতো। তবে সাম্প্রতিক অভিযানে বয়স্ক, এমনকি শিশুদেরও ছাড় দিচ্ছে না তারা।
এদিকে মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠীগুলোর। সাগাইংসহ বেশ কয়েকটি রাজ্যে দুপক্ষের সংঘর্ষে ২১ জান্তা সেনা নিহতের দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী পিডিএফ