December 23, 2024, 5:27 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

সেনা প্রত্যাবর্তনে আফগানিস্তানে যুদ্ধবিমান পাঠাবে আমেরিকা

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া নির্বিঘ্ন করার লক্ষ্যে সেখানে যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব বিমান মার্কিন ও ন্যাটোর সেনাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে ব্যবহার হবে।

দীর্ঘ দুই দশকের সামরিক অভিযান শেষে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ঘোষণার পর থেকেই দেশটিতে সহিংসতার মাত্রা বেড়েছে। এরই মধ্যে তালেবান হুঁশিয়ারি দিয়েছে, আন্তর্জাতিক সামরিক স্থাপনায় হামলা চালানোয় বিরত থাকতে বাধ্য নয় তারা। বৃহস্পতিবার সরকারি বাহিনীকে হটিয়ে কান্দাহার প্রদেশের দেশটির দ্বিতীয় বৃহত্তম বাঁধের দখল নিয়েছে তালেবান।

মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো এবং নিজেদের সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহারের জন্য আলাদা করে সামরিক শক্তি মোতায়েন করছে। সেখানে সৈন্যদের নিরাপত্তার জন্য পাঠানো হচ্ছে ভারী যুদ্ধবিমান।

সেনা ফিরিয়ে নেয়ার শেষ সময় হিসেবে ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তালেবানরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, আন্তর্জাতিক সেনা ঘাটিগুলোতে তারা আক্রমণ না করার জন্য আর চুক্তিবদ্ধ নয়। এমন হামলার সম্ভাবনার মধ্যেই সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০১১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে তালেবানদের সাথে চুক্তি আনুযায়ী ২০২১ সালের মে মাসের শুরুতেই সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হওয়ার কথা। তবে বাইডেনের মতে সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত আফগানিস্তানে সেনা উপস্থিতি থাকা প্রয়োজন।

 

 

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর