ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ
মহামারী মরন ব্যাধী করোনাভাইরাসের প্রকোপ কমছে সৌদি আরবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২৩ আগস্ট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১১০৯ জন, এটি চার মাসের মধ্যে সর্বনিম্ন সংখ্যা।একই দিনে সুস্থ হয়েছেন ১৭০২ এবং মৃত্যু হয়েছে ৩০ জনের। দেশটিতে প্রতিদিনই করোনা প্রকোপ কমছে, বাড়ছে সুস্থতার হার।এ কারণে কর্তৃপক্ষ ৩০ আগস্ট থেকে সরকারি দফতরে স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীদের যোগ দেয়ার নির্দেশনা দিয়েছে।এর আগে করোনার প্রাদুর্ভাবের কারণে ওইসব কর্মক্ষেত্রে উপস্থিতি স্থগিত ছিল। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে দূরশিক্ষণ ও ভার্চুয়াল শিক্ষা পদ্ধতি অব্যাহত থাকবে।অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করলেও আন্তর্জাতিক রুটে এখনও ফ্লাইট চলাচলের ঘোষণা দেয়া হয়নি। তবে বিশেষ ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের তথ্য অনুযায়ী ১৯ আগস্ট পর্যন্ত সৌদিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৭৮৮ বাংলাদেশি।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ আগষ্ট ২০২০/ইকবাল