January 17, 2025, 9:05 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

এবারই প্রথম জাহিদ হাসান-শশী

এবারই প্রথম জাহিদ হাসান-শশী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

দুই পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান ও শারমীন জোহা শশী। ‘বিবর্তন’, ‘বউপাগল’সহ বেশ কিছু নাটক-টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। অন্যদিকে জাহিদ হাসান অভিনয়ের পাশাপাশি নাটক-টেলিফিল্ম পরিচালনা করছেন। কিছুদিন ধরে তিনি নির্মাণ করছেন ‘হুলস্থুল’ নামে একটি ধারাবাহিক নাটক। এতে প্রথমবারের মতো জাহিদ হাসানের পরিচালনায় অভিনয় করলেন শশী। এ প্রসঙ্গে শারমীন জোহা শশী বলেন, ‘জাহিদ ভাই দেশের নাট্যাঙ্গনের একজন গুণী অভিনেতা। চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুলতে হবে শুটিংয়ের সময় তা শিখিয়ে দেন। এটি সত্যি অনেক বড় ব্যাপার। তিনি তার মতো অভিনয় করে যেতে পারেন কিন্তু সহশিল্পী হিসেবেও যে একটা দায়বদ্ধতা থাকে সেটা জাহিদ ভাই কখনো এড়িয়ে যান না। এ কারণেই তিনি বড় মাপের একজন অভিনেতা। জাহিদ হাসান বলেন, ‘শশী খুব ভালো অভিনয় করে। আমার এ ধারাবাহিকেও সে দারুণ অভিনয় করেছে। পরিচালক হিসেবে তার অভিনয়ে আমি সন্তুষ্ট। আশা করি, দর্শক তার অভিনয়ে আবারো মুগ্ধ হবেন। খুব শিগগির বেসরকারি টেলিভিশন আরটিভিতে নাটকটির প্রচার শুরু হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর