January 11, 2025, 12:25 pm

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

স্মিথের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলি

স্মিথের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

আইসিসি টেস্ট র্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিভেন স্মিথের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ভারতের দলনেতা বিরাট কোহলি। রোববার শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনে টেস্টে অপরাজিত ২৫৪ রান করেন। ফলে র্যাংকিং তালিকায় তার রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৯৩৬। ৯৩৭ রেটিং নিয়ে র্যাংকিং তালিকায় সবার উপরে স্মিথ। তাই স্মিথের সাথে কোহলির রেটিং ব্যবধান এখন মাত্র ১। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অন্তত ১টি হাফ-সেঞ্চুরি করতে পারলেই স্মিথকে পেছনে ফেলে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকার শীর্ষস্থান দখলে নিবেন কোহলি। টেস্টটি ১৯ অক্টোবর থেকে শুরু হবে। বল-বিকৃতির সাথে জড়িত থাকার কারণে প্রায় দেড় বছর পর অ্যাশেজ দিয়ে টেস্ট ফরম্যাটে খেলতে নামেন স্মিথ। নিজের প্রত্যাবর্তনটা অবিস্মরনীয় করে রাখেন তিনি। ৪ ম্যাচের ৭ ইনিংসে ৩টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১১০ দশমিক ৫৭ গড়ে ৭৭৪ রান করেন স্মিথ। সিরিজ শেষে ৯৩৭ রেটিং নিয়ে র্যাংকিং-এ শীর্ষে উঠেন অসিদের সাবেক এই দলপতি। পুনে টেস্টে ৬ উইকেট নিয়ে র্যাংকিং-এ বোলারদের তালিকায় দশম থেকে সপ্তমস্থানে উঠে এসেছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ডাবল ও দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ফলে ৬টি টেস্ট খেলেই র্যাংকিং-এ ১৭তমস্থানে জায়গা করে নিয়েছেন এই ডান-হাতি ওপেনার। বিশাখাপত্নমে ২১৫ ও ৭ এবং পুনেতে ১০৮ রানের ইনিংস খেলেন আগারওয়াল।

Share Button

     এ জাতীয় আরো খবর