শ্রীলঙ্কায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কায় দুটি চার দিনের ম্যাচ খেলে জয়ের মুখ না দেখলেও বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা কিন্তু দুর্দান্ত ব্যাটিংই করেছিলেন। কিন্তু ওয়ানডে সিরিজে সেই ধারাটা অব্যাহত থাকল না। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে ম্যাচে রীতিমতো মুখ থুবড়েই পড়ল বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থতায় প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কায় ভালো ক্রিকেট খেলার লক্ষ্যে বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারকে ‘এ’ দলে অন্তর্ভূক্ত করেছে বাংলাদেশি টিম ম্যানেজম্যান্ট। মোহাম্মদ মিঠুন, এনমুল হক বিজয়, নাজমুল হাসান শান্ত, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকারের মতো তারকাকে পাঠানো হয়েছে ‘এ’ দলের হয়ে।
আজ প্রথম ওয়ানডেতে অবশ্য মিরাজ, সৌম্য খেলেননি। মিঠুন, এনামুল বিজয়, শান্তরা খেললেও পুরো ব্যর্থ হয়েছেন। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১১৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। সফরকারীদের পক্ষে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল চারজন।
সর্বোচ্চ ৩২ করেছেন সাইফ হাসান। নাজমুল হাসান শান্ত করেছেন ২৪ রান। এছাড়া অধিনায়কের দায়িত্ব পালন করা মোহাম্মদ মিঠুন ও আফিফ হোসেন ১১ রান করেন।
পরে ২১ রানে দুই উইকেট তুলে নিয়ে, কিছু একটা করে দেখানোর সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক অশান প্রিয়াঞ্জনের সঙ্গে আর পেরে উঠেনি বাংলাদেশি বোলাররা। অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে বড় জয় এনে দিয়েছেন তিনি। ২৫.৫ ওভারে গিয়ে জয়ের জন্য ১২০ রান তোলে ফেলে শ্রীলঙ্কা।