January 11, 2025, 6:58 pm

সংবাদ শিরোনাম

মুশফিকের কিপিংয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ

মুশফিকের কিপিংয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মুশফিকুর রহিমের উইকেটকিপিং নিয়ে প্রবল সমালোচনা থাকলেও এই মুহূর্তে তার কাছ থেকে কিপিং গ্লাভস সরিয়ে নেওয়ার কারণ দেখছেন না রাসেল ডমিঙ্গো। উইকেটের পেছন থেকে মুশফিক যেভাবে পুরো মাঠ দেখে অধিনায়ককে পরামর্শ দেন, দলের জন্য তা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ কোচ। ব্যাটিংয়ে দলের সেরাদের একজন হলেও মুশফিকের কিপিং নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ হাতছাড়া করে, স্টাম্পিংয়ের সুযোগ মিস করে কিংবা ‘বাই’ রান দিয়েও দলকে ভুগিয়েছেন অনেকবার। কিপিং থেকে তাকে সরিয়ে দেওয়া নিয়েও আলোচনা হয়েছে অনেক। তবে মুশফিক নিজে বরাবরই বলেছেন, কিপিং চালিয়ে যেতে চান। টেস্টে কিছুদিন তাকে কিপিং থেকে দূরে রাখা হলেও ফেরানো হয়েছে আবার। অনেক সময় ব্যালান্সের স্বার্থে, অনেক সময় সিনিয়র ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করতে গিয়ে দল আপস করেছে এই জায়গায়। গত বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে কেন উইলিয়ামসনকে রান আউট করার সহজ সুযোগ হাতছাড়া করার পর থেকে তার কিপিং নিয়ে সমালোচনা জোর পেয়েছে আরও। গত কিছুদিনে কিপিংয়ের কিছু মৌলিক দিকে ভুল করতে দেখা গেছে তাকে বেশ কবার। সব মিলিয়েই আতশি কাঁচের নিচে আছে মুশফিকের কিপিং। নানা সময়ে নানা কোচ, অধিনায়ক বা দল সংশ্লিষ্টরা মুশফিকের কিপিং করা নিয়ে প্রায় একই ধরনের কথা বলে আসছেন। এবার নতুন কোচের কণ্ঠেও শোনা গেল সেসবেরই প্রতিধ্বনি। দলে যদিও লিটন দাস আছেন, যাকে মনে করা হয় মুশফিকের চেয়ে ভালো কিপার। কিন্তু উইকেটের পেছনে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিলেন কোচ। “এই মুহূর্তে সম্ভাবনা নেই (কিপিং থেকে সরানোর)। লিটন মাঠে যেভাবে নিজেকে মেলে ধরে, আমরা তাতে সন্তুষ্ট। সে দারুণ ফিল্ডার, মুশির চেয়ে ভালো ফিল্ডার। আমার মতে, যতজন ভালো ফিল্ডারকে আমরা পাই, তত দলের জন্য ভালো। লিটন-আফিফ-শান্তর মতো ফিল্ডাররা যে ৫-৬ রান বাঁচায় মাঠে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে লিটন ভালো ফিল্ডার বলেই মুশফিককে কিপিংয়ে রেখে দেওয়া? ডমিঙ্গোর মতে, সেটি একটি কারণ। পাশাপাশি আছে আরও কিছু বাস্তবতা। “এটি একটি কারণ, লিটন ভালো ফিল্ডার। মুশি সম্প্রতি দুয়েকটি বল মিস করেছে বটে। তবে মুশি যেভাবে কিপিং করে, তাতে এমনিতে আমি খুশি। স্টাম্পের পেছনে সে দারুণ প্রাণবন্ত, অনেক অভিজ্ঞ, স্টাম্পের পেছন থেকে খুব ভালো দেখতে পারে বলে অধিনায়ককে কার্যকর কিছু পরামর্শ দিতে পারে সে। সে কিপিং করলে অনেক সুবিধা পাই আমরা।”

Share Button

     এ জাতীয় আরো খবর