ফাইনালেও থাকছেন না বিপ্লব!
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচেই ১৮ রানে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে অবদান রেখেছেন তিনি। তবে সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতে চোট পেয়ে পরের ম্যাচে খেলতে পারেননি। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও আমিনুল ইসলাম বিপ্লবের খেলার সম্ভাবনা ক্ষীণ। কোচ রাসেল ডোমিঙ্গোর কথায় তেমনই ইঙ্গিত। বাঁ হাতে সেলাই নিয়েই সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন বিপ্লব। তবে অনুশীলনের আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং ফিজিও জুলিয়ান ক্যালেফ্যাটো তার হাতের অবস্থা দেখে তেমন সন্তুষ্ট হতে পারেননি। তরুণ লেগস্পিনিং অলরাউন্ডারকে নিয়ে কোচ ডোমিঙ্গোও পারেননি সুখবর দিতে। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘বিপ্লবের বাঁ হাতে তিনটি সেলাই পড়েছে। যদিও এই হাতে সে বল করে না। তবে আমি চোট আক্রান্ত খেলোয়াড়কে একাদশে রাখার পক্ষপাতী নই। ম্যাচ চলার সময় তার কাছে ক্যাচ আসতে পারে। ম্যাচের প্রথম বলেই ফিল্ডিং করতে গিয়ে সেলাই খুলে যেতে পারে। এসব নিয়ে আমাদের ভাবতে হবে। আমি সব সময় শতভাগ ফিট ১১ জন খেলোয়াড়কে মাঠে নামাতে চাই। হাতে সেলাই নিয়ে বিপ্লবের না খেলার সম্ভাবনাই বেশি। তাছাড়া আমাদের দলে ওর বিকল্প খেলোয়াড় আছে। চট্টগ্রামে আফগানিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে রশিদ-নবীদের মুখোমুখি হবে বাংলাদেশ। ডোমিঙ্গোর মতে, শিরোপা লড়াইয়ে জিততে হলে সামর্থ্যরে শতভাগ দিতে হবে সাকিবের দলকে, ‘ফাইনালে সামর্থ্যরে ৬০/৭০ ভাগ দিলেও জেতা সম্ভব নয়। কারণ আমরা ৬০ ভাগ দিলে আর আফগানিস্তান সামর্থ্য অনুযায়ী খেললে ওরাই জিতে যাবে। তাই ফাইনালে জিততে হলে দলকে শতভাগ দিতে হবে। আফগানদের দুই দুর্র্ধষ স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমানকে নিয়ে বাংলাদেশ কোচের বিশ্লেষণ, ‘রশিদ আর মুজিব খুব ভালো স্পিনার। শুধু বাংলাদেশ নয়, অন্য দেশের বিশ্বমানের ব্যাটসম্যানদেরও ওদের বিপক্ষে সমস্যায় পড়তে হয়। নেটে আমাদের ব্যাটসম্যানরা এ দুজনকে খেলার কৌশল আয়ত্ত করার চেষ্টা করছে। ত্রিদেশীয় সিরিজের শুরু থেকেই টপ অর্ডার ব্যাটিং ভোগাচ্ছে বাংলাদেশকে। ফাইনালে এই সমস্যা দূর হবে বলে ডোমিঙ্গোর বিশ্বাস, ‘এই টুর্নামেন্টে আমরা এখনও নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি। কিছুকিছু জায়গায় ভালো খেললেও কিছুকিছু জায়গায় পারফরম্যান্স ছিল অ্যাভারেজ। যেমন, প্রথম ১০ ওভারে আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলছি। আমি চাই ২ উইকেটে হারিয়ে ১৫ ওভার শেষ করতে। তাহলে ইনিংসের শেষ দিকে ব্যাটসম্যানরা ঝড় তুলতে পারবে। আশা করি, ফাইনালে আমরা এটা করতে পারবো।’