January 8, 2025, 12:47 pm

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

পোষ্য কুকুর নিয়ন্ত্রণ করা যাবে রিমোট দিয়ে

পোষ্য কুকুর নিয়ন্ত্রণ করা যাবে রিমোট দিয়ে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

একদল গবেষক রিমোট দিয়ে পোষ্য কুকুরকে কমান্ড দেওয়ার নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন ।

এই প্রযুক্তিতে কুকুরের শরীরে লাগানো ‘ভাইব্রেশন ভেস্ট’-এ রিমোটের মাধ্যমে কমান্ড দেওয়া হয়। আর সেই মোতাবেক কাজ করে কুকুরটি। বর্তমানে টাই নামের একটি কুকুরের সঙ্গে এই প্রযুক্তি পরীক্ষা করছে গবেষক দলটি।

প্রাথমিকভাবে কুকুরটিকে বড় করা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের পথ প্রদর্শক হিসেবে ব্যবহার করার জন্য। কিন্তু কুকুরটি সহজেই বিভ্রান্ত হওয়ায় এবং গন্ধ শুকতে বেশি পছন্দ করায় এই পরীক্ষা ব্যর্থ হয়।

পরে কুকুরটিকে নিয়ে ভাইব্রেশন ভেস্ট-এর পরীক্ষা শুরু করেন গবেষকরা। এখন মুখে উচ্চারিত নির্দেশের চেয়ে ভাইব্রেশন ভেস্ট-এর কমান্ডে বেশি সাড়া দেয় এটি– খবর বিবিসি’র।

কুকুর যখন দৃষ্টি সীমার বাইরে থাকবে তখন এই প্রযুক্তি কাজে লাগবে বলে আশা করা হচ্ছে। দূর থেকেই এতে কমান্ড দিতে পারবেন কুকুরের মালিক।

সেনাবাহিনীর এবং অনুসন্ধান ও উদ্ধারকাজে ব্যবহারের কুকুরে এই প্রযুক্তি কাজে লাগানো যেতে পারে। শারিরীক প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সহায়ক কুকুরের যোগাযোগের নতুন মাধ্যমও যোগ হতে পারে এটি।

ইসরায়েলের বেন-গুরিয়ন ইউনিভার্সিটিতে উদ্ভাবন করা হয়েছে এই প্রযুক্তি। এতে কুকরের শরীরের ভেস্টে ব্যবহার করা হয়েছে চারটি ভাইব্রেশন মোটর, যা বসানো হয়েছে শরীরের পেছনের অংশে ও পাশের দিকে।

এক্ষেত্রে তারবিহীন একটি রিমোট কনট্রোলার দিয়ে বিভিন্ন ভাইব্রেশন বা কম্পন পাঠানো হবে। এই কম্পনে সাড়া দিতেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কুকুরটিকে।

‘টাই’ নামের ছয় বছর বয়সী ল্যাবরাডোর জার্মান শেফার্ড সংকর জাতের কুকুরকে এজন্য নেওয়া  হয়েছে। এই কুকুরটি ‘স্পিন’, ‘ডাউন’, ‘টু মি’ এবং ‘ব্যাকপেডাল’সহ কয়েকটি কমান্ডে সাড়া দেওয়া শিখেছে।

বিজিইউয়ের যন্ত্রপ্রকৌশল বিভাগের রোবোটিকস গবেষণাগারেরর পরিচালক অধ্যাপক আমির শাপিরো বলেন, “আমাদের গবেষণার ফলাফল থেকে দেখা যায় কুকুরগুলো এই ‘ভাইব্রো-ট্যাকটাইল কু’-তে কণ্ঠস্বরের চেয়ে ভালো সাড়া দিয়েছে। এর মাধ্যমে মানুষ আর কুকুরের মধ্যে যোগাযোগ হ্যাপটিক্সের ব্যবহারের নতুন পথ উন্মোচিত হলো বলে মত দেন তিনি।

হ্যাপটিক্স বলতে স্পর্শের মাধ্যমে নিয়ন্ত্রণ ও কম্পিউটারের সঙ্গে যোগাযোগের প্রযুক্তিকে বোঝানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর