বৃষ্টি, পয়েন্ট, রিজার্ভ ডে নিয়ে বিশ্বকাপের কী নিয়ম?
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ শুরুর আগে থেকে ছিল বৃষ্টির বাগড়া। একটা ওয়ার্ম-আপ ম্যাচ যেমন খেলাই হয়নি বাংলাদেশের। মূল আসরেও চলছে বৃষ্টির দাপট। বৃষ্টির কারণে খেলা না হলে কি রিজার্ভ ডে থাকছে? তাছাড়া সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই বা তার বেশি দলের পয়েন্ট সমান হলে কী হবে? বিশ্বকাপের নিয়ম কী বলছে, সেটা দেখে নেওয়া যাক-
লিগ পর্বের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে?
লিগ পর্বে কোনও খেলা পরিত্যক্ত হলে রিজার্ভ ডে নেই। দুই দল সমান ১ পয়েন্ট করে ভাগাভাগি করবে।
সুপার ওভার কি আছে?
শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্য আছে সুপার ওভার।
লিগ পর্বে পয়েন্ট সমান হলে কী হবে?
* নির্দিষ্ট ওই দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় পেয়েছে কোন দল, সেটা দেখা হবে।
* সেখানেও সমান থাকলে নেট রানরেটে এগিয়ে থাকা দল সুবিধা পাবে।
* সেখানেও সমান হলে তাদের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দল সুবিধা পাবে।
* ওই জায়গাতেও সমান হলে টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর সিডিং অনুযায়ী অবস্থান নির্ধারণ করা হবে।
(টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর সিডিং ছিল এমন- ১. দক্ষিণ আফ্রিকা, ২. ভারত, ৩. অস্ট্রেলিয়া, ৪. ইংল্যান্ড, ৫. নিউজিল্যান্ড, ৬. পাকিস্তান, ৭. বাংলাদেশ, ৮. শ্রীলঙ্কা, ৯. আফগানিস্তান, ১০. ওয়েস্ট ইন্ডিজ)
রিজার্ভ ডে কী থাকছে?
শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে।
সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে?
লিগ পর্বে পয়েন্টে এগিয়ে থাকা দল চলে যাবে ফাইনালে।
ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে?
দুই ফাইনালিস্ট ভাগাভাগি করে নেবে ট্রফি।