January 11, 2025, 5:55 pm

সংবাদ শিরোনাম

ভারতগামী লঙ্কান ওডিআই দলকে থামিয়ে দিলেন মন্ত্রী

ভারতগামী লঙ্কান ওডিআই দলকে থামিয়ে দিলেন মন্ত্রী

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দল নির্বাচনে সন্তস্ট না হওয়ায় ওডিআই ম্যাচ খেলতে নির্বাচিত ৯ লঙ্কান ক্রিকেটারকে ভারতের উদ্দেশ্যে যাত্রার আগমুহূর্তে থামিয়ে দিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রী দয়াসিরি জয়াসেকারা।

সোমবার রাতের ফ্লাইটে ভারতে যাবার লক্ষ্যে ওই নয় খেলোয়াড় বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করার পরই তাদেরকে আবার ফিরে আসার নির্দেশ দেন মন্ত্রী। নাম প্রকাশ না করার শর্তে এক খেলোয়াড় বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য দিয়েছেন।

লঙ্কান ওডিআই দলের বাকী খেলোয়াড়রা বর্তমানে ভারতে টেস্ট সিরিজে অংশ নিচ্ছেন। চলতি বছর শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দল ২১টি ওডিআই ম্যাচে পরাজিত হয়েছে। এ সময় তারা জয় পেয়েছে মাত্র চারটি ম্যাচে।

এদিকে ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে নির্বাচিত দলকে মন্ত্রী আনুষ্ঠানিক অনুমোদন দেয়ার আগেই খেলোয়াড়দের ভারত যাবার জন্য পাঠানো হয়েছিল। বাসস।

Share Button

     এ জাতীয় আরো খবর