January 11, 2025, 5:48 pm

সংবাদ শিরোনাম

অনায়াসেই জয় পেলো নিউ জিল্যান্ড

অনায়াসেই জয় পেলো নিউ জিল্যান্ড

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আগের দিন যে প্রতিরোধ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ, চতুর্থ দিনে তা ভেঙে গেল বালির বাধের মত। নিউ জিল্যান্ডের দারুণ বোলিংয়ে ধসে গেল ক্যারিবিয়ান ব্যাটিং। বড় ব্যবধানেই জিতল কিউইরা।

সোমবার ওয়েলিংটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ৬৭ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড। এগিয়ে গেছে ২ ম্যাচ টেস্ট সিরিজে।

২ উইকেটে ২১৪ রানে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিনে টিকতে পেরেছে কেবল এক সেশনের একটু বেশি। অলআউট হয়েছে ৩১৯ রানে।

৭৯ রানে দিন শুরু করা ক্রেইগ ব্র্যাথওয়েটকে হারিয়েই শুরু। এই ওপেনারকে ৯১ রানে ফেরান মিচেল স্যান্টনার। গোটা ম্যাচে স্পিনে নিউ জিল্যান্ডের এটি একমাত্র উইকেট। বাকি কাজ সেরেছেন কিউই পেসাররা। জোট বেধে উইকেট ভাগাভাগি করে গুটিয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের।

লাঞ্চ পর্যন্ত তবু ৫ উইকেট হাতে ছিল ওয়েস্ট ইন্ডিজের। লাঞ্চের পর ৩৩ রানের মধ্যে হারায় তারা শেষ ৫ উইকেট।

সেঞ্চুরির পর দুটি উইকেটও নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম। তবে প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে আরও দুটি নিয়ে ম্যাচ সেরা বাঁহাতি পেসার নিল ওয়েগনার।

 

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৪

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫২০/৯ (ডি.)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১০৬ ওভারে ৩১৯ (আগের দিন ২১৪/২) (ব্র্যাথওয়েট ৯১, পাওয়েল ৪০, হেটমায়ার ৬৬, শেই হোপ ৩৭, চেইস ১৮, আমব্রিস ১৮, ডাওরিচ ৩, হোল্ডার ৭, রোচ ৭, কামিন্স ১৪, গ্যাব্রিয়েল ৪*; বোল্ট ২/৮৭, হেনরি ৩/৫৭, ডি গ্র্যান্ডহোম ২/৪০, ওয়েগনার ২/১০২, স্যান্টনার ১/২৫, উইলিয়ামসন ০/০)।

ফল: নিউ জিল্যান্ড ইনিংস ও ৬৭ রানে জয়ী

সিরিজ: ২ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: নিল ওয়েগনার

Share Button

     এ জাতীয় আরো খবর