July 27, 2024, 9:25 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ৬ সৈন্য নিহত

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ৬ সৈন্য নিহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বোকো হারামের ব্যাপক হামলায় কমপক্ষে ছয় সৈন্য নিহত হয়েছে। এ সময় তারা সেখানের গ্রামবাসীর কাছ থেকে খাদ্য সামগ্রী লুট করে নিয়ে যায়। গত বুধবার সামরিক সূত্র ও স্থানীয় লোকজন একথা জানায়। খবর এএফপি’র। ছয়টি ট্রাকে করে আসা জিহাদিরা স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইয়োবি রাজ্যের রাজধানী দামাতুরু থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সাসাওয়া গ্রামে হামলা চালায়। কর্নেল কায়োদি ওগুনসানিয়া দামাতুরু থেকে এএফপিকে বলেন,‘সাসাওয়া গ্রামে একটি সামরিক ঘাঁটিতে বোকো হারাম সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে সেখানে উভয় পক্ষে হতাহত হয়েছে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু না জানালেও ওই এলাকার স্থানীয় প্রধান বলেন, ‘এ হামলায় ছয় সৈন্য নিহত হয়েছে। এতে বোকো হারামেরও অনেক যোদ্ধা প্রাণ হারিয়েছে। প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘এসময় সেখানে উভয় পক্ষের মধ্যে প্রচন্ড যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং তা মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে। পরে বিদ্রোহী যোদ্ধারা গ্রামে ঢুকে পড়ে এবং গ্রামবাসীর বিভিন্ন শুকনো খাবার ও শস্য লুট করে নিয়ে যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর