February 26, 2024, 1:05 pm

সংবাদ শিরোনাম
রাজধানীর ধানমন্ডিতে পুলিশের অভিযানে ২৯০ বোতল বিদেশি মদ উদ্ধার’ এক নারী’সহ গ্রেফতার-২ এবারে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৫০ মেট্রিকটন নারিকেল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সরিষাবাড়ীতে ফসলের বৃদ্ধিকরণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে এসএসসির প্রশ্নপত্র ফাঁস, শিক্ষকের কারাদণ্ড ইসলামপুরে অতি দরিদ্র পরিবারের জীবনযাত্রার মান পরিবর্তনে গ্র্যাজুয়েশন সভা অনুষ্ঠিত উলিপুরে সংবাদ প্রচারের পর দোকান ঘর সরিয়ে নিতে নোটিশ দিলেন সহকারী কমিশনার ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন ডিএমপি কমিশনার গংগাচড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আজমীর, সাধারণ সম্পাদক সাগর কুড়িগ্রামের উলিপুরে ৬ জুয়াড়ী গ্রেফতার

দুই সিনেমা এক মাসে

দুই সিনেমা এক মাসে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বিজয়ের মাসে পর পর দু’সপ্তাহে দুটি নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সিনেমা দু’টি হচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ এবং মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। দু’টি সিনেমাতেই গুরুত্বপূূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। ২২শে ডিসেম্বর মুক্তি পাবে ‘আঁখি ও তার বন্ধুরা’ এবং পরের সপ্তাহে ২৯শে ডিসেম্বর মুক্তি পাবে ‘গহীন বালুচর’। সুবর্ণা মুস্তাফার অভিনয় জীবনে এবারই প্রথম পর পর দুই সপ্তাহে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমা দু’টি প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘গহীন বালুচর’ এই দেশের সিনেমা।

এই সিনেমায় মাটির গন্ধ আছে, পানির ছোঁয়া আছে, ভালো অভিনয় আছে, সুন্দর গানও আছে। সর্বোপরি চমৎকার একটি গল্প আছে গহীন বালুচরে। অন্যদিকে ‘আঁখি ও তার বন্ধুরা’ ড. মুহম্মদ জাফর ইকবালের গল্প নিয়ে নির্মিত পরিচ্ছন্ন একটি সিনেমা। এই সিনেমা শিশুদের এবং বড়দেরও। ভালোলাগার বিষয় এই যে, এই বছরের শেষ দু’টি সিনেমাতেই আমি আছি এবং দু’টিই অনুদানের। ‘গহীন বালুচর’-এর কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য রচনা করেছেন বদরুল আনাম সৌদ। অন্যদিকে ‘আঁখি ও তার বন্ধুরা’র চিত্রনাট্য করা হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘আঁখি এবং আমরা ক’জন’ গল্প অবলম্বনে। প্রসঙ্গত, সুবর্ণা মুস্তাফাকে অনুদানের চলচ্চিত্রে সর্বশেষ দেখা গেছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘হেডমাস্টার’-এ। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক আলমগীর। সুবর্ণা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘ঘুড্ডি’, ‘নতুন বউ’, ‘লাল সবুজের পালা’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিঞা’, ‘স্ত্রী’, ‘দূরত্ব’ ইত্যাদি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর