টেসলার সবচেয়ে বড় পাওয়ার স্টোরেজ এশিয়ায়
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
জাপানে বিদ্যুতের চাপ কমাতে ও ট্রেনের জরুরী ব্যাকআপের জন্য নতুন পাওয়ার স্টোরেজ বানিয়েছে টেসলা। প্রতিষ্ঠানের দাবি এশিয়ায় এটিই তাদের সবচেয়ে বড় পাওয়ার স্টোরেজ।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, জাপানের ওসাকার একটি ট্রেন স্টেশনে ৪২টি পাওয়ারপ্যাকের একটি স্টোরেজ বানানো হয়েছে। বিদ্যুত সংযোগ চলে গেলে ট্রেন এবং যাত্রীদের নিকটস্থ স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যাকআপ পাওয়ার স্টোরেজ যথেষ্ট– খবর আইএএনএস-এর।
“পিক আওয়ারে ৪২ পাওয়ারপ্যাকের এই ব্যাটারি ব্যবস্থা ওসাকার বিদ্যুতের ওপর চাপও কমাবে।”
সাত মেগাওয়াট-আওয়ারের এই ব্যাটারি ব্যবস্থা এশিয়ায় প্রতিষ্ঠানের সবচেয়ে বড় পাওয়ার স্টোরেজ প্রকল্প বলে দাবি করেছে টেসলা।
ওসাকার রেলওয়ে অপারেটর কাইনেটসু’র সঙ্গে এই পাওয়ার স্টোরেজে চালু করা হয়েছে। পুরোপুরি এসি সংযোগ হওয়ায় পাওয়াপ্যাকটি যেকোনো ভবন বা ইউটিলিটি নেটওয়ার্কে যোগ করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন এই পাওয়ারপ্যাক ব্যবস্থাটিতে রয়েছে ১৬টি আলাদা ব্যাটারি পড। এর প্রতিটিতে রয়েছে ডিসি টু ডিসি কনভার্টার।
এই প্রকল্পের সব হার্ডওয়্যার মাত্র দুই দিনে বসানো হয়েছে বলে জানিয়েছে টেসলা।